for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ মে ২০১৬, মঙ্গলবার, ১৭:৪০:২০
ক্রমাগত ফোনে হুমকি পাওয়ার পর ছেলেকে নিয়ে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিলেন মেসির খুদে ফ্যান মুর্তাজা আহমেদির পিতা আরিফ আহমেদি। ছেলে অপহরণের ভয়ে আফগানিস্তান থেকে পাকিস্তানে আশ্রয় নিয়েছে মুর্তাজার পরিবার৷
চলতি বছরের শুরুতেই প্লাস্টিকের ব্যাগের তৈরি মেসির আর্জেন্টাইন জার্সি গায়ে ফুটবল খেলা পাঁচ বছরের মুর্তাজা সোশাল মিডিয়ার মাধ্যমে রাতারাতি বিখ্যাত হয়ে যায়৷ যা নজর এড়ানি আর্জেন্টাইন ফুটবল তারকার৷ পরে নিজের সই করা দেশের জার্সিতে গোটা বিশ্বে তাঁর সবচেয়ে খুদে ফ্যানকে দেন মেসি৷ প্রিয় ফুটবলারের জার্সি পেয়ে খুদে ভক্তের আনন্দের শেষ না-হলেও তা বিষাদ বয়ে নিয়ে তার পরিবারের জন্য৷ এর পর থেকেই ক্রমাগত ফোনে হুমকি পেতে থাকে মুর্তাজার বাবা। আরিফ আহমেদি বলেন, ‘এর পর থেকে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে৷ ফোনে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে৷ ভয় হচ্ছে, আমার ছেলেকে না অপহরণ করে নেওয়া হয়৷ এই ভয়ে আমরা দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি৷’
আহমেদি পরিবার প্রথমে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাওয়ার কথা ভেবেছিল৷ কিন্তু এখানে জীবনধারণের ব্যয় বেশি হওয়ায় পরে আফগান সীমান্ত সংলগ্ন পাকিস্তানের কোয়েটা শহরে থাকার সিদ্ধান্ত নেয়৷ আরিফ আহমেদি আরও বলেন, ‘ছেলেকে বাঁচাতে আফগানিস্তানে আমাদের সব সম্পত্তি বিক্রি করে পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত নেই৷ বাকি জীবনটা ওখানেই কাটাবো৷’
For add
For add
For add
For add
for Add