for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ মে ২০১৬, মঙ্গলবার, ১৭:২৭:৫৭
টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে চেলসি ড্র করতেই ফুটবল বিশ্বে নতুন ইতিহাস গড়ল লেস্টার সিটি৷ নতুন ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হিসেবে লেস্টারের নাম লেখা হয়ে গেল৷ ইতিহাসে নিজেদের নাম লিখিয়ে নেওয়ার পরেই শুভেচ্ছার বন্যায় ভেসে গেল ক্লদিও রানিয়ারির দল৷ বার্সেলোনার মহাতারকা লিওনেল মেসি থেকে গ্যারি লিনেকার সকলেই টুইট করে লেস্টারকে শুভেচ্ছার বন্যায় ভাসিয়েছেন৷
লেস্টারের মতো ইপিএলে কিছুটা অনামী দল চ্যাম্পিয়ন হওয়াতে উচ্ছ্বসিত লিও মেসি৷ টুইটারে সেই উচ্ছ্বাস ধরা পড়েছে৷ মেসি লিখেছেন,‘আমরা সকলেই ফুটবলকে ভালোভাসি৷ লেস্টার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল৷ ওদের অভিনন্দ৷’ তৃণমূল থেকে লেস্টার যেভাবে উঠে এসেছে ৷ যেভাবে একের পর এক প্রতিপক্ষকে চূড়ামার করে লিগ চ্যাম্পিয়ন হল ৷ তা এক রুপকথার মতো ৷ লেস্টারের এই উঠে আসার কাহিনী মুগ্ধ করেছে মেসিকে।
লেস্টার সিটি ও ইংল্যান্ডের প্রাক্তন তারকা গ্যারি লিনেকারও উচ্ছ্বসিত৷ লিনেকার লিখেছেন,‘লেস্টার সিটি একটা দুর্দান্ত মৌসুম কাটিয়ে দিল৷ ওদের অভিনন্দন৷’ তবে একইসঙ্গে তিনি বলেন, ‘ লেস্টার সিটি প্রিমিয়ার লিগ জিতেছে ৷ এটা আমাকে খুব অবাক করেছে৷ তবে এটাই বাস্তব৷’
টটেনহ্যাম যাদের বিরুদ্ধে ড্র করার পরে লেস্টার প্রিমিয়ার লিগ জিতল সেই চেলসির অধিনায়ক জন টেরি বলেন, ‘গোটা মৌসুম ধরে অনেক লোক বলে এসেছে লেস্টার পরের ম্যাচে হারবে৷ ওরা পরের ম্যাচে হেরে লিগ টেবিলে পিছিয়ে পড়বে৷ এটাই বলছিল সকলেই৷ কিন্তু লেস্টার জয়ের ধারাবাহিকতা বজায় রেখে লিগ চ্যাম্পিয়ন হল৷’
এই জয়ের পরে আবেগে ভেসে গিয়েছেন লেস্টারের কোচ ক্লদিও রানিয়ারি৷ তিনি এখনও ভাবতে পারছেন না তাঁর দল প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হয়েছে৷ কিন্তু বাস্তবায়িত হওয়াতে উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন তিনি৷ রানিয়ারি বলেন,‘আমি কখনই ভাবতে পারিনি যে আমরা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হব৷ আমি একটার পরে একটা ম্যাচ জিততে চেয়েছিলাম৷ জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চেয়েছিলাম৷ এভাবে প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হওয়াতে খুব ভালো লাগছে৷ ফুটবলাদের সততা ও পরিশ্রমের জন্যই সফল হতে পেরেছি৷’
For add
For add
For add
For add
for Add