for Add
নিজস্ব প্রতিবেদক : ২ মে ২০১৬, সোমবার, ২১:১৪:১৪
গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। কমিশন চেয়ারম্যান এবং রিটার্নিং অফিসার মেজবাহ উদ্দিন আজ (সোমবার) নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের কাছে। এ সময় সিনিয়র সহ সভাপতি আবদুস সালাম মুর্শেদী, সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর, হারুনুর রশিদ, আবদুর রহিম ও ফজলুর রহমান বাবুল উপস্থিত ছিলেন।
এক নজরে ফলাফল
সভাপতি (একটি পদ)
কাজী মো. সালাউদ্দিন ৮৩ ভোট (নির্বাচিত)
কামরুল আশরাফ খান এমপি ৫০ ভোট
নুরুল ইসলাম নুরু ০ ভোট
গোলাম রাব্বানী হেলাল ০ ভোট
সিনিয়র সহ সভাপতি (একটি পদ)
আবদুস সালাম মুর্শেদী (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
সহ সভাপতি (চারটি পদ)
কাজী নাবিল আহমেদ ৯২ ভোট (নির্বাচিত)
বাদল রায় ৭৩ ভোট (নির্বাচিত)
মহিউদ্দিন আহমেদ মহি ৭২ ভোট (নির্বাচিত)
তাবিথ আউয়াল ৬৬ ভোট (নির্বাচিত)
সামশুল হক চৌধুরী এমপি ৫৮ ভোট
এ কে এম মমিনুল হক সাঈদ ৫৩ ভোট
নজিব আহমেদ ৩৮ ভোট
শেখ মুহম্মদ মারুফ হাসান ৩৩ ভোট
আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু ২৪ ভোট
খুরশিদ আলম বাবুল ২৩ ভোট
সদস্য (পনেরটি পদ)
শওকত আলী খান জাহাঙ্গীর ১১৪ ভোট (নির্বাচিত)
আমিরুল ইসলাম বাবু ১০৫ ভোট (নির্বাচিত)
হারুনুর রশিদ ৯৪ ভোট (নির্বাচিত)
ইলিয়াস হোসেন ৮৫ ভোট (নির্বাচিত)
সত্যজিৎ দাস রুপু ৮৫ ভোট (নির্বাচিত)
বিজন বড়ুয়া ৮৪ ভোট (নির্বাচিত)
ইকবাল হোসেন ৮৪ ভোট (নির্বাচিত)
ফজলুর রহমান বাবুল ৮৩ ভোট (নির্বাচিত)
আরিফ হোসেন মুন ৮২ ভোট (নির্বাচিত)
অমিত খান শুভ্র ৮১ ভোট (নির্বাচিত)
জাকির হোসেন চৌধুরী ৭৮ ভোট (নির্বাচিত)
মাহি উদ্দিন আহমেদ সেলিম ৭৮ ভোট (নির্বাচিত)
আবদুর রহিম ৭০ ভোট (নির্বাচিত)
শেখ মোহাম্মদ আসলাম ৬৮ ভোট (নির্বাচিত)
মাহফুজা আক্তার কিরণ ৬৮ ভোট (নির্বাচিত)
সাইফুর রহমান মনি ৬৭ ভোট
তৌফিকুল ইসলাম তোফা ৬৭ ভোট
হাসানুজ্জামান খান বাবলু ৬৬ ভোট
সালেহ জামান সেলিম ৬১ ভোট
হাজী মো. টিপু সুলতান ৫৯ ভোট
আসাদুজ্জামান মিঠু ৫৮ ভোট
আলমগীর খান আলো ৪৬ ভোট
ইমতিয়াজ সুলতান জনি ৪০ ভোট
মো.আমের খান ৩৫ ভোট
কামরুন নাহার ডানা ৩৪ ভোট
আবদুল গাফফার ৩২ ভোট
সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির ৩২ ভোট
মো. ইকবাল ৩১ ভোট
আজফার উজ জামান সোহরাব ২২ ভোট
একেএম নওশেরুজ্জামান ১৯ ভোট
কায়সার হামিদ ১৯ ভোট
আবু হাসান চৌধুরী প্রিন্স ১৮ ভোট
For add
For add
For add
For add
for Add