for Add
নিজস্ব প্রতিবেদক : ২ মে ২০১৬, সোমবার, ২০:১১:৪০
তৃতীয় রাউন্ডেও জয় অধরাই থেকে গেল কলাবাগান ক্রিকেট একাডেমীর। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ এর তৃতীয় রাউন্ডের ম্যাচে আজ (সোমবার) ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ১১ বল হাতে রেখে কলাবাগানকে হারিয়েছে ৬ উইকেটে। তিন ম্যাচে একটি টাই এবং দুটি জয় পাওয়ায় ভিক্টোরিয়াকে এখনো পরাজয়ের স্বাদ পেতে হয়নি।
বিকেএসপির তিন নম্বর মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে উইকেটরক্ষক-ওপেনার ইরফান শুক্কুরের ৮৮ রানের ইনিংসের উপর ভর করে চমৎকার শুরু পায় কলাবাগান। এরপর মাইশুকুর রহমানের ২৭, মাহমুদুল হকের ৩১, অনুর্দ্ধ-১৯ দলের মেহেদী হাসান মিরাজের ৫১ এবং নুরুজ্জামানের ৩০ রানের ইনিংসগুলোর উপর ভর করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৬৩ রান তোলে কলাবাগান। ভিক্টোরিয়ার পক্ষে সোহরোয়ার্দী শুভ নেন দুই উইকেট।
২৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩১ রানেই ওপেনার ফজলে মাহমুদ(১৬) এর উইকেট হারালেও আরেক ওপেনার আবদুল মজিদের ৬৯ রানের উপর ভর করে এগিয়ে যেতে থাকে ভিক্টোরিয়া। এপাশ থেকে মমিনুল হক(৩৫) এবং আল আমিন(৫৪) এর যোগ্য সমর্থনের উপর ভর করে জয়ের দারপ্রান্তে পৌঁছানো ভিক্টোরিয়াকে জয় এনে দেন নাদিফ চৌধুরী(২৯) ও ধীমান ঘোষ(৩২)। ভিক্টোরিয়া ১১ বল হাতে রেখেই জয় পায় ৫ উইকেটে। বোলিংয়ে এক উইকেট ও ব্যাটিংয়ে ৫২ বলে ৫৪ রানের দ্রুত ইনিংস খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ভিক্টোরিয়ার আল-আমিন
For add
For add
For add
For add
for Add