for Add
নিজস্ব প্রতিবেদক : ৩০ এপ্রিল ২০১৬, শনিবার, ২০:৫৭:৫৩
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ (শনিবার) প্রাইম দোলেশ্বরের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফতুল্লাহর খান সাহেব ওসমার আলী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ফরহাদ রেজা-সানজামুলদের বিপক্ষে দাড়াতেই পারেনি মাহমুদউল্লাহর দল। ২৭.১ ওভারে মাত্র ৯৯ রানেই গুটিয়ে যায় শিরোপা প্রত্যাশী দলটি। জবাব দিতে নেমে ২৯.৫ ওভার বাকি থাকতেই দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় প্রাইম দোলেশ্বর।
দোলেশ্বর বোলারদের বিপক্ষে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শেখ জামাল। দুর্দান্ত ফর্মে থাকা মাহবুবুল করিমকে ফিরিয়ে শেখ জামালকে বড় ধাক্কা দেন আল আমিন হোসেন। নিজের প্রথম বলেই আউট করেন জয়রাজ শেখকে (৯)। এরপর জাতীয় দলের সাবেক এই অল রাউন্ডার একে একে তুলে নেন মাহমুদউল্লাহ, নাজমুস সাদাত ও সোহাগ গাজীকে। তার সঙ্গে সারজামুলও উইকেট উল্লাসে মাতলে শেখ জামাল ৯৯ রানের বেশি করতে পারেনি।
সহজ টার্গেট তাড়া করতে নেমে প্রথম বলেই বোল্ড হন ইমতিয়াজ হোসেন।তাকে ফেরান সোহাগ গাজী। ৩৬ রানের মাথায় আরেক ওপেনার রনি তালুকদারও ফিরে যান। তবে তা দোলেশ্বরের জন্য ভয়ের কারন হয় নি। রকিবুল হাসান ও চামারা সিলভা দলকে জয় এনে দেন অনায়াসেই। ৬৭ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন রকিবুল। প্রথম ম্যাচ খেলতে নামা লঙ্কান ব্যাটসম্যান চামারা সিলভা ২৫ বলে করেন অপরাজিত ২৭ রান।
লিগে প্রাইম দোলেশ্বরের এটি টানা তৃতীয় জয়। ম্যাচ সেরা হয়েছেন জয়ী দলের অধিনায়ক ফরহাদ রেজা।
সংক্ষিপ্ত স্কোর:
শেখ জামাল: ২৭.১ ওভারে ৯৯ (জয়রাজ ৯, মাহবুবুল ১, মার্শাল ১, মাহমুদউল্লাহ ২৪, সাদাত ৮, পেরেরা ৩৩, মুক্তার ১, জাবিদ ৯*, সোহাগ ০, শফিউল ১, ওয়াহিদুল ৮; রেজাউল ০/১৮, আল আমিন ২/২৫, ফরহাদ ৪/২০, নাসির ১/৯, সানজামুল ৩/২৪)
প্রাইম দোলেশ্বর: ২০.১ ওভারে ১০১/২ (ইমতিয়াজ ০, রনি ১৭, রকিবুল ৫৩*, চামারা ২৭*; সোহাগ ১/২০, ওয়াহিদুল ০/১৪, মাহমুদউল্লাহ ০/১১, শফিউল ১/১২, মুক্তার ০/১৮, জয়রাজ ০/২১, সাদাত ০/৪)
ফল: দোলেশ্বর ৮ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ফরহাদ রেজা
For add
For add
For add
For add
for Add