for Add
নিজস্ব প্রতিবেদক : ২৯ এপ্রিল ২০১৬, শুক্রবার, ২২:৩১:০৫
এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল (শনিবার) স্বাগতিক তাজিকাস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে পরাজিত করার পর দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালকে ৯-০ গোলে বিদ্বস্ত করে মার্জিয়া-আনুচিংরা। ফাইনালে ওঠার জন্য টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের সামনে এখন কেবল তাকিজিস্তান বাঁধা।
স্বাগতিকদের হারিয়ে সেমিফাইনালে খেলতে মরিয়া গোলাম রব্বানী ছোটনের শীর্ষরা। নেপালের বিপক্ষে বড় জয়ে বাংলাদেশের মেয়েরা আছে খুব ফুরফুরে মেজাজে। কোচ গোলাম রব্বানী ছোটনও খুশি মেয়েদের পারফরমেন্সে। তাজিকদের হারিয়ে এখন ফাইনালে খেলার স্বপ্ন পূরণের দিকে তাকিয়ে আছেন তিনি। তাকিয়ে আছে গোটা দেশও।
For add
For add
For add
For add
for Add