for Add
নিজস্ব প্রতিবেদক : ২৯ এপ্রিল ২০১৬, শুক্রবার, ১৭:৫৯:১৭
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত শেষ হয়েছে দুই রাউন্ডের খেলা। যেখানে ১২টি ম্যাচে সেঞ্চুরি হয়েছে মোট সাতটি। সঙ্গে প্রায় প্রতিটি ম্যাচেই বড় স্কোর দেখছেন সমর্থকরা।
২২ এপ্রিল শুরু হওয়া লিগের প্রথম দিনই সেঞ্চুরি হয় দুটি। প্রথম সেঞ্চুরিটি করেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের নবীন খেলোয়াড় মেহেদি হাসান। বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের বিপক্ষে অনবদ্য ১০৩ রানের ইনিংস খেলেন তিনি। একই দিনে সেঞ্চুরি পান ইমতিয়াজ হোসেনও। ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে ১০০ রানে অপরাজিত থাকেন এ ওপেনার। এরপর ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের আল-আমিন লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে খেলেন ১০২ রানের দারুণ এক ইনিংস।
দ্বিতীয় রাউন্ডে সেঞ্চুরি হয় মোট চারটি। মঙ্গলবার বিকেএসপিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে জোড়া সেঞ্চুরি তুলে নেন সিসিএসের সাইফ হাসান ও সালমান হোসেন। তবে জোড়া সেঞ্চুরির পরও অভিজ্ঞতার কাছে ম্যাচটি হারতে হয় তাদের। একই দিনে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে ১১০ বলে ১৩০ রানের দারুণ এক ইনিংস খেলেন শেখ জামাল ধানমন্ডির মাহবুবুল করীম।
দ্বিতীয় রাউন্ডের শেষদিনে বিকেএসপিতে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ১০৮ বলে ১০৪ রানের দারুণ ইনিংস খেলেন মোহামেডান অধিনায়ক।
আগামীকাল (শনিবার) থেকে শুরু হবে তৃতীয় রাউন্ডের খেলা।
For add
For add
For add
For add
for Add