for Add
নিজস্ব প্রতিবেদক : ২৯ এপ্রিল ২০১৬, শুক্রবার, ১৬:২০:৩৭
ইউরোপা লিগের ফাইনালে ওঠার স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে লিভারপুল। গতকাল (বৃহস্পতিবার) রাতে শেষ মুহূর্তের গোলে ভিলারিয়ালের বিপক্ষে ১-০ গোলের হেরেছে ইংলিশ জায়ান্টরা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচে বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল লিভারপুল। কিন্তু ফরোয়ার্ডের ব্যর্থতায় গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় সফরকারী দল। বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে লিভারপুল। ম্যাচের ৬৬ মিনিটে রবের্তো ফিরমিনোর নীচু শট পোস্টে লাগলে গোল বঞ্চিত হয় অল রেডরা। গোলশূন্য স্কোরলাইনে নির্ধারিত সময় শেষ হওয়ায় ‘অ্যাওয়ে ম্যাচে’ ড্রয়ের স্বস্তিতে মাঠ ছাড়ার আশা জাগে লিভারপুলের। কিন্তু শেষ মুহূর্তে দারুণ এক পাল্টা আক্রমণে দেনিস সুয়ারেসের নি:স্বার্থ পাসে সহজেই বল জালে জড়িয়ে জয় নিশ্চিত করেন বদলি নামা স্পেনের ফরোয়ার্ড আদ্রিয়ান।
এম্যাচে হারলেও লিভারপুলের ফাইনালে ওঠার সম্ভাবনা অবশ্য শেষ হয়নি। আগামী বৃহস্পতিবার নিজেদের মাঠে ফিরতি লেগে কমপক্ষে দুই গোলের ব্যবধানে জিতে শিরোপা নির্ধারণী লড়াইয়ে নামার সুযোগ থাকছে তাদের।
For add
For add
For add
For add
for Add