for Add
নিজস্ব প্রতিবেদক : ২৭ এপ্রিল ২০১৬, বুধবার, ২১:৪৯:৩৬
অনেকদিন পর ঘরোয়া হকি দেখলো চমৎকার উত্তেজনাময় এক ম্যাচ। মার্সেল ক্লাব কাপ হকির তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচে আজ (বুধবার) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চমকপ্রদ ম্যাচে ওয়ারী ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছে ফেভারিট মোহামেডান। প্রথম ম্যাচে বাংলাদেশ এসসিকে ৪-২ গোলে হারিয়ে শুভসূচনা করা মোহামেডানের এটা টানা দ্বিতীয় জয়।
ম্যাচের শুরুতেই দ্বীন ইসলামের গোলে এগিয়ে যায় মোহামেডান। মিডফিল্ড থেকে আসাদুজ্জামান চন্দনের লিডে অধিনায়ক রাসেল মাহমুদ জিমির নিখুঁত স্কয়ার পাসে জোরালো হিটে বল জালে জড়ান দ্বীন ইসলাম। দু’মিনিটের মাথায় দ্বিতীয় গোল পায় মোহামেডান। রাসেল খান বাপ্পির বাড়ানো বল কারুজ্জামান রানা চমৎকার ক্ষিপ্রতায় এগিয়ে দেন অধিনায়ক জিমিকে। ব্যবধান ২-০ করেন জিমি। ১৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে এক গোল শোধ করেন ওয়ারীর নাজমুল হাসান। বিরতির আগ পর্যন্ত বাকি সময়টায় চমৎকারভাবে ঘুরে দাঁড়ায় ওয়ারী, কিন্তু প্রতিবার ফিনিশিং দূর্বলতায় গোল করতে ব্যর্থ হয় তারা।
বিরতির পরেই মাঝমাঠ থেকে জিমির অনেকটা এক পায়ে দাড়িয়ে দূরপাল্লার জোরালো হিট সেকেন্ডেরও ভগ্নাংশ সময়ের ভেতর চোখের পলকে জালে পাঠান লালন। মোহামেডান এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। মরিয়া হয়ে লড়তে থাকে ওয়ারী। আক্রমন পাল্টা আক্রমনের ভেতর উত্তপ্ত বাক্যবিনিময় বেশ খানিকটা উত্তেজনা ছড়ায়। অনেকগুলো সুযোগ পেয়েও, কর্নার পেয়েও বারবার গোলপোস্ট মিস করায় শেষ পর্যন্ত স্কোরলাইনে আর গোল যোগ করতে পারেনি ওয়ারী। উল্টো খেলার শেষ দিকে ৬১ মিনিটে রানার জোরালো হিট ডিফেন্স চিরে জালে জড়ালে ৪-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় ঐতিহ্যবাহী ওয়ারী ক্লাবকে।
আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল ২.৩০ মিনিটে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব মুখোমুখি হবে অ্যাজাক্স এসসির। বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিতব্য ম্যাচে উষা ক্রীড়াচক্রের প্রতিপক্ষ সাধারন বীমা।
For add
For add
For add
For add
for Add