for Add
নিজস্ব প্রতিবেদক : ২২ এপ্রিল ২০১৬, শুক্রবার, ২১:৪৭:৫৮
মিরপুরে মেহেদি হাসানের শতকের দিনে বিকেএসপিতে আরেকটি শতক দেখলো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ইমতিয়াজ হোসেনের দুর্দান্ত শতকে পাঁচ ওভার হাতে রেখেই তারুন্য নির্ভর দল ক্রিকেট কোচিং স্কুলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
রাজিন সালেহর নেতৃত্বে প্রথমে ব্যাট করতে নামা ক্রিকেট কোচিং স্কুল ৪৯.২ ওভারে সব কয়টি উইকেট খুইয়ে তোলে ১৭৭ রান। সর্বোচ্চ ৩৫ রান আসে পিনাক ঘোষের ব্যাট থেকে। এছাড়াও মোহাম্মদ সাইফুদ্দিন ৩১,সাঈদ সরকারের ৩৪, সালমান হোসাইন ২০, আশরাফুন নবী ২২ রানের মাঝারি ইনিংসগুলোও দুইশো পার করাতে পারেনি ক্রিকেট কোচিং স্কুলের রানকে। তার পেছনে অবশ্য প্রাইম দোলেশ্বরের আলআমিন আর রেজাউল করিমের তিনটি করে উইকেট তুলে নেওয়া আর অধিনায়ক ফরহাদ রেজার ১০ ওভারে মাত্র ১৯ রান দেওয়া অনেকাংশে দায়ী। এছাড়াও নাসির, রাহাতুল ফেরদৌস আর জিয়াউর রহমান পান একটি করে উইকেট।
ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে সিসিএসের বোলারদের পাত্তাই দেননি প্রাইম দোলেশ্বরেরওপেনিং জুটি। রনি তালুকদার আর ইমতিয়াজ হোসেনের ১০৬ রানের ওপেনিং জুটির দুর্দান্ত শুরুর পর আর থামতে হয়নি প্রাইম দোলেশ্বরকে। রনি ৪৭ রানে আউট হয়ে গেলেও ১৪০ বলে ১০০ রানের শতক তুলে নিয়েছেন ইমতিয়াজ। ১২ টি চারের মারে সাজানো তার ইনিংস থামে জয় থেকে তিন রান দূরে সাইফুদ্দিনের বলে বোল্ড হয়ে। রাকিবুলের ২৭ রানে ৪.৪ ওভার হাতে রেখেই ম্যাচ জেতে প্রাইম দোলেশ্বর।
ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন সেঞ্চুরিয়ান ইমতিয়াজ হোসেন।
For add
For add
For add
For add
for Add