for Add
নিজস্ব প্রতিবেদক : ২০ এপ্রিল ২০১৬, বুধবার, ১৯:০৯:০২
ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাচ্ছেন না দক্ষিন আফ্রিকান ব্যাটিং জিনিয়াস হাশিম আমলা। এবারের লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলার কথা ছিল তার। এই দক্ষিণ আফ্রিকানের জন্য সাড়ে তিন লাখ টাকার বিমান টিকিট ও হোটেল রুমও বুকিং দিয়েছিল ব্রাদার্স। ম্যাচ প্রতি ছয় হাজার ডলারে খেলতে রাজিও ছিলেন আমলা। কিন্তু বাধ সাধলো দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড। তারা ছাড়পত্র দেয়নি আমলাকে। ফলে ঢাকা প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না তাঁর।
এছাড়া ছাড়পত্র না পাওয়ায় খেলা হচ্ছে না পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকেরও। তাকে অনাপত্তিপত্র দেয়নি পিসিবি। তার বদলে শ্রীলংকান চামারা কাপুগেদারাকে নিয়ে আসছে আবাহনী লি.। আর শেখ জামাল গত মৌসুমে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সর্বাধিক রান সংগ্রাহক রবি বোপারাকে প্রাথমিকভাবে নিশ্চিত করলেও আসন্ন ইংলিশ কাউন্টি লিগকে গুরুত্ব দিয়ে ডিপিএলে আসছেন না বোপারা।
For add
For add
For add
For add
for Add