for Add
নিজস্ব প্রতিবেদক : ১৫ এপ্রিল ২০১৬, শুক্রবার, ২১:২৬:৫৩
প্রেয়ার্স বাই চয়েজে সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদের মত ক্রিকেটারকে নিয়ে প্রিমিয়ার লিগে বেশ শক্তিশালী দলই গড়েছে আবাহনী লি.। ২২ এপ্রিল শুরু হতে যাওয়া লিগে দলটি শিরোপার অন্যতম দাবিদার। সেরা প্লেয়ারদের দলে নিয়ে চার বছরের শিরোপা বন্ধ্যাত্ব ঘোচাতে যেমন প্রত্যয়ী কর্মকর্তারা, তেমনি খেলোয়াড়দের লক্ষ্যও একই।
তবে আইপিএলের কারণে সাকিব আল হাসানকে শুরুতে পাওয়া হচ্ছে না তদের। যেমন মোহামেডান পাচ্ছে না হালের সেনশন মুস্তাফিজকে। তবে সাকিব আল হাসানকে শুরু থেকে না পেলেও তা নিয়ে চিন্তিত নন দলটির কোচ হিসেবে দায়িত্ব পাওয়া খালেদ মাহমুদ সুজন। আজ (শুক্রবার) মিরপুর একাডেমি মাঠে প্রথমবারের মত প্র্যাকটিসে এসেছিল আবাহনী। এক ফাকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুজন বলেন,‘জানি না কবে থেকে সাকিব আমাদের হয়ে খেলতে পারবে। কিন্তু সাকিব ছাড়াও আমরা অনেক শক্তিশালী। আমাদের তামিম, মোসাদ্দেক, লিটন, শান্তর মতো ক্রিকেটার রয়েছেন। আমাদের তরুণ ক্রিকেটাররা অনেক মেধাবী, যা দলের জন্য যথেষ্ট।’
সর্ব শেষ ২০১০-১১ মৌসুমে সুজনের হাত ধরেই প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল আবাহনী। এবারও আবার জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বোলিং কোচের হাতে দলটির দায়িত্ব। সুজন বলেন, ‘কোনো সন্দেহ নেই কাগজে কলমে আমরা সেরা দল। কিন্তু ক্রিকেটটা মাঠে খেলতে হবে। যে কারণেই আপনি সফলতা নিয়ে শতভাগ আশাবাদী হতে পারবেন না। লক্ষ্য পূরণের জন্য সেরা ক্রিকেটটাই খেলতে হবে আপনাকে। একটা কথা সোজাসুজি বলতে চাই, আমরা শিরোপা জয়ের জন্যই মাঠে নামবো।’
যাদের নিয়ে তৈরী আবাহনী দল
তামিম ইকবাল, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, সাকলাইন সজিব, আবুল হাসান রাজু, অভিষেক মিত্র, জুবায়ের হোসেন লিখন, তাপস বৈশ্য, অমিতাভ কুমার, আবু বকর সিদ্দিক।
For add
For add
For add
For add
for Add