for Add
নিজস্ব প্রতিবেদক : ১৫ এপ্রিল ২০১৬, শুক্রবার, ১৯:৫৯:১৭
আগামীকাল(শনিবার) মাঠে গড়ানোর কথা ছিল নারী প্রিমিয়ার ক্রিকেট লিগ। দল বদল সেরে মাঠে নামতে তৈরি ছিল অংশ গ্রহণকারী দলগুলো। খেলোয়াড়রাও উম্মুখ হয়েছিলেন মাঠে নামার জন্য। কিন্তু সব কিছু ঠিক থাকলেও আপাতত মাঠে নামা হচ্ছেনা নারী ক্রিকেটারদের। অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে ক্লাব ক্রিকেটে মেয়েদের জমজমাট এই আসর। এখন না গড়ালেও কবে শুরু হবে তা নিয়েও অন্ধকারে নারী ক্রিকেটাররা। শুরুর কোন দিনক্ষণ যে কেউ বলতে পারছেন না।
নারী প্রিমিয়ার ক্রিকেটে মোহামেডান স্পোর্টিং ক্লাবের একছত্র আধিপত্য। ৭ বারের মধ্যে ৬ বারই লিগ শিরোপা ঘরে তুলেছে ঐতিহ্যবাহী দলটি। যার মধ্যে সর্বশেষ টানা ৫ বারের চ্যাম্পিয়ন তারা। এবার দলটির সামনে হ্যাটট্টিক শিরোপার জেতার সুযোগ। কিন্তু রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ ভালো দল গড়ে মাঠের লড়াইয়ে চ্যালেঞ্জের জানান দিচ্ছিল। ভালো দল গড়েছিল খেলাঘরও। এবার তাই নারী ক্রিকেটের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ছিল সবাই। কিন্তু সময়মতো লিগ শুরু না হওয়ায় সেই লড়াই দেখার অপেক্ষা বাড়লো দর্শকদের।
দি ডেইলি স্পোর্টস টোয়েন্টিফোরের সঙ্গে আলাপকালে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ অধিনায়ক সাথিরা জাকির জেসীর কন্ঠে তাই ঝড়ে পড়লো হতাশা ‘লিগ শুরু উপযোক্ত সময় ছিল এই এটা। কয়েক দিন পরই বর্ষ মৌসুম শুরু হবে। বৃষ্টি থাকবে। তখন খেলা হলে নানা ধরনের সমস্যায় পড়তে হবে। বৃষ্টিতে কার্টেল ওভারে ম্যাচ হলে ছোট দলের সঙ্গেও পয়েন্ট হারানোর ভয় থাকে। খেলার প্রতিদ্বন্দ্বিতাও কমে যায়।’
কিন্তু টুর্নামেন্ট কমিটি কি ভাবছেন তা নিয়ে? উত্তর জানা নেই কারও।
For add
For add
For add
For add
for Add