for Add
নিজস্ব প্রতিবেদক : ১২ এপ্রিল ২০১৬, মঙ্গলবার, ২১:৫২:৪০
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চমৎকার অভিষেক হলো বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই অসাধারণ পারফরম্যান্সে পৃথিবী কাঁপানোর পর এবার আইপিএলে চমক দেখানোর পালা এই বিস্ময় বোলারের। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচে বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান সুযোগ না পাওয়ায় সবার চোখ ছিল মুস্তাফিজের দিকে। হতাশ করেনি তার দল সানজাইজার্স হায়দারাবাদ। তাকে সুযোগ দিয়েছে প্রথম ম্যাচেই। ভক্তদের হতাশ করেননি মুস্তাফিজও। বিশ্বসেরা শুরুটাও অসাধারণ করেছেন এ বোলার। নিজের তৃতীয় ওভারে ভিলিয়ার্সকে দিয়ে শুরু করেন উইকেট শিকার। পরের বলে আউট করেন ওয়াটসনকে। আজ (মঙ্গলবার) আইপিএলের চতুর্থ ম্যাচে ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে সানজাইজার্স হায়দারাবাদের হয়ে রয়েল চ্যালাঞ্জারস বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নেমেছেন তিনি। ঘরের মাঠে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভুবনেশ্বর কুমারের করা ম্যাচের দ্বিতীয় ওভারের ধাক্কা খেয়েছে আরসিবি। ক্রিস গেইলকে মাত্র এক রানে হারিয়েছে তারা। তৃতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম তিন বলে চার রান দিলেও পরের তিনটা বলে টি-টোয়েন্টি ক্রিকেটের বর্তমানে এক নম্বর ব্যাটসম্যান স্লো বল আর সুইংয়ে বিরাট কোহলিকে নাচিয়ে ছাড়েন এই কাটারমাস্টার।
For add
For add
For add
For add
for Add