for Add
নিজস্ব প্রতিবেদক : ১০ এপ্রিল ২০১৬, রবিবার, ২১:০৮:২০
কেএফসি স্বাধীনতা কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। আজ (রবিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।
৪০ মিনিটে মিডফিল্ডার তৌহিদুল আলমের থ্রু পাসে জয়সূচক গোলটি করেন নাইজেরিয়ার ফরোয়ার্ড আহদেম কোলো মুসা। প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা শেখ রাসেলের কাছে ২-০ গোলে হেরেছিল। অন্যদিকে ব্রাদার্স ইউনিয়ন প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ২-০ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে ৫-০ গোলে হারের স্বাদ নিয়েছিল শেখ জামালের বিপক্ষে।
এদিকে দিনের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে ফেনী সকার ও আরামবাগ। প্রথম ম্যাচে হারের মুখ দেখা উভয় দল অবশেষে দ্বিতীয় ম্যাচে এসে পয়েন্টের মুখ দেখে। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণ নির্ভর ফুটবল হয়েছে। ৫৫ মিনিটে আরামবাগের কেস্টার একনের শট গোলরক্ষক সুজন চৌধুরি ফিরিয়ে দেওয়ার চার মিনিটের মধ্যে গোল পেয়েছে আরামবাগ। ডানদিক থেকে বল পেয়ে তৃতীয় বিভাগ থেকে উঠে আসা আব্দুল্লাহ একক প্রচেষ্টায় এক ডিফেন্ডারকে টপকে আগুয়ান গোলরক্ষকের বাদিক থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন।
তবে এই লিড বেশিক্ষণ থাকেনি। ৬৫ মিনিটে বক্সের ভেতর দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে জোরালো শটে ম্যাচে সমতা ফেরান ইকবাল হোসেন ভূঁইয়া। গোলরক্ষক তেমন কিছু বুঝে ওঠার আগেই বল জালে জড়িয়ে যায়।
For add
For add
For add
For add
for Add