for Add
নিজস্ব প্রতিবেদক : ৯ এপ্রিল ২০১৬, শনিবার, ২১:৪০:০২
সকার ক্লাব ফেনির সঙ্গে পয়েন্ট খুইয়ে বাজেভাবে স্বাধীনতা কাপ শুরু হয়েছিল আবাহনীর। নিজেদের দ্বিতীয় ম্যাচেই শুরুর সেই হতাশা ভুলে জয়ে ফিরলো দলটি। তাও টিম বিজেএমসিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে। আজ (শনিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রাতের ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্থে প্রতিপক্ষের জালে তারা বল পাঠায় আরও ৩ বার। কামারা সারবা, সানডে চিজোবা দুটি করে গোল করেন। অন্য গোলটি করেন লী টাক।
২০ মিনিটে লি টাকের গোলে প্রথম এগিয়ে যায় আবাহনী। ওয়ালী ফয়সালের নেওয়া ফ্রি কিকে প্রথমে মাথা ছুঁইয়ে ছিলেন কামারা সাররা। প্রতিপক্ষের রক্ষণভাগ তা পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হলে আবাহনীর ইংলিশ ফরোয়ার্ড লি টাক বল জালে জড়াতে ভুল করেননি। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুন করে আকাশী-হলুদ জার্সিধারীরা। এবার লি টাক গোলের জোগানদাতা। তার করা কর্ণার কিক দর্শনীয় হেডে বিজেএমসির জালে পাঠন কামারা সাররা।
দ্বিতীয়ার্ধে দশ জনের দলে পরিণত হয় বিজেএমসি। স্যমসন ইলিয়াসু মাঠ ছাড়েন লাল কার্ড পেয়ে। দশ জনের বিজেএমসির সঙ্গে তখন যেন ছেলে খেলায় মাতে আবাহনী। আগের ম্যাচে যে দল ১-১ গোলে ড্র করেছিল সকার ক্লাবের সঙ্গে, সেই দলই মাঠ ছাড়লো ৫-০ গোলের জয় নিয়ে। ৬৮ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন কামারা সাররা। এরপর তাকে তুলে নেন আবাহনী কোচ অমলেশ সেন। ৮৩ এবং ৮৯ মিনিটে সানডে চিজোবা পরপর দুটি গোল করেন।
For add
For add
For add
For add
for Add