for Add
রা’আদ রহমান : ৯ এপ্রিল ২০১৬, শনিবার, ১৮:৫৫:৩৭
ক্যাটরিনা-জ্যাকুলিন আর ব্রাভোদের নাচ-গানে গতকাল (শুক্রবার)জমকালো ভাবে উদ্বোধন হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল)এর নবম আসর। আর মাঠের লড়াই শুরু হচ্ছে আজ (শনিবার)। উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস। তাদের প্রতিপক্ষ নবাগত রাইজিং পুনে সুপারজায়ান্টস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়। পুনে সুপারজায়ান্টস আইপিএলে নিষিদ্ধ দল রাজস্থান রয়্যালসের পরিবর্তে খেলছে। অন্য নিষিদ্ধ দলটি হলো চেন্নাই সুপার কিংস। যাদের বদলে খেলছে গুজরাট লায়ন্স নামের নবাগত আরেকটি দল।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়া দুদলেই রয়েছে তারকার ছড়াছড়ি। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে মাঠ মাতাবেন টি-টোয়েন্টি ক্রিকেটের বড় বিজ্ঞাপন কোরি অ্যান্ডারসন, রোহিত শর্মা (অধিনায়ক), জশ বাটলার, কায়রন পোলার্ড, সম্প্রতি বিশ্বকাপ মাতানো লেন্ডল সিমন্সের মত বিস্ফোরক ব্যাটসম্যানরা। বল হাতে যোগ্য সাহচর্য দেবার জন্য আছেন যেমন অভিজ্ঞ লাসিথ মালিঙ্গা, হরভজন সিংয়েরা, অন্যদিকে নতুন সেনসেশন হিসেবে আছেন জাসপ্রীত বুমরাহ, মিচেল ম্যাক্লেহানে, হার্দিক পান্ডেরা।
অন্যদিকে নাম পরিবর্তিত হলেও পুরনো দল নিয়েই মাঠে নামছে রাইজিং পুনে সুপারজায়ান্টস (সাবেক চেন্নাই সুপার কিংস)। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ফাফ ডু প্লেসিস, কেভিন পিটারসেন, স্টিভেন স্মিথ, অজিংকা রাহানে, মিচেল মার্শ, নবাগত অংকিত শর্মাদের মত শক্তিশালী ব্যাটিং পাওয়ারহাউজ দর্শক মাতাবেন এবার। আর বোলার হিসেবে আছেন পুরোনো পরীক্ষিত রবিচন্দন অশ্বিন, ইরফান পাঠান, আর পি সিং, ইশান্ত শর্মার পাশাপাশি নবাগত অ্যাডাম জাম্পা এবং ‘আইপিএল স্পেশালিস্ট’ রজত ভাটিয়া ও অশোক দিন্দারা। সুতরাং বলা যায় এক জমজমাট ম্যাচই উপভোগ করবে ক্রিকেটবিশ্ব।
বাংলাদেশের সমর্থকদের জন্য সুখবর বয়ে নিয়ে আসছে আইপিলের দ্বিতীয় ম্যাচটি। আগামীকাল(রবিবার) অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামবেন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের গর্ব সাকিব আল হাসান। বাংলাদেশের আরেক গর্ব মুস্তাফিজুর রহমান আইপিএলের চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে মাঠে নামছেন ১২ এপ্রিল ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে। দুটো ম্যাচই শুরু হবে নির্ধারিত সময়ে, রাত সাড়ে আটটায়।
For add
For add
For add
For add
for Add