for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ এপ্রিল ২০১৬, মঙ্গলবার, ২১:০০:১১
শেখ জামাল এবং শেখ রাসেলের পর স্বাধীনতা কাপ ফুটবলে শুভ সূচনা করেছে চট্টগ্রাম আবাহনীও। মৌসুমের সেরা দল গড়া বন্দর নগরীরর ক্লাবটি আজ (মঙ্গলবার) মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে হারিয়েছে ২-০ গোলে। গোল করেছেন দুই বিদেশী-তারিক আল জানাবি এবং ফেব্রিস নয়েল।
৩০ মিনিটে চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার শরিফুল একক প্রচেষ্টায় বল নিয়ে মুক্তিযোদ্ধার ডি-বক্সে ঢুকে পড়লে তাকে ফেলে দেন গোল কিপার মামুন খান। ফলে পেনাল্টি পায় চট্টগ্রাম আবাহনী। স্পট কিক থেকে গোল আদায় করে নেন মরোক্কেন মিডফিল্ডার তারিক আল জানাবি। ৭৬ মিনিটে জাহিদ হোসেনের দুর্দান্ত পাস থেকে ব্যাবধান দ্বিগুন করেন হাইতিয়ান ফরোয়ার্ড ফেব্রিস নয়েল। ম্যাচে মুক্তিযোদ্ধা গোলের সম্ভাবনা তৈরি করেছিল বেশ কয়েকটি। কিন্তু গোল আদায় করে নিতে পারেনি তারা।
এবারের টুর্নামেন্টে শক্তির দিক দিয়ে কাগজ-কলমে চট্টগ্রাম আবহনীই বেশি এগিয়ে। এরপরই আছে শেখ রাসেল এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অপরদিকে ঢাকার পুরোনো দুই শক্তির মধ্যে আবাহনী লি. তুলনায় ভালো দল গড়লেও মোহামেডান স্পোর্টিং ক্লাব লি. দল গড়েছে তারুন্যের মিশেলে। চট্টগ্রাম আবাহনী-মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ম্যাচ দিয়ে সব দলেরই একটি করে ম্যাচ দেখে ফেলল দর্শকরা। যেখানে শেখ জামাল, শেখ রাসেল এবং চট্টগ্রাম আবাহনী নিজেদের শুরুটা করলো জয় দিয়ে। অপরদিকে ঢাকা আবাহনীর শুরুটা হয়েছে সকার ক্লাবের বিপক্ষে ড্র দিয়ে। মোহামেডান প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেছে শেখ জামালের বিপক্ষে।
For add
For add
For add
For add
for Add