for Add
নিজস্ব প্রতিবেদক : ১ এপ্রিল ২০১৬, শুক্রবার, ১৮:৪৭:০৩
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা হয়েছিল নিউজিল্যান্ডের কাছ হার দিয়ে। ভারত পরের ৩ ম্যাচ জিতে নিশ্চিত করেছিল সেমিফাইনাল। গতকাল (বৃহস্পতিবার) সেমিফাইনালে তারা হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে৭ উইকেটের বড় ব্যবধানে। ঘরের মাঠের বিশ্বকাপ জেতার সবআশা ধূলিসাৎ হয়ে যায় মহেন্দ্র সিং ধোনীর ভারতের।
সেমিফাইনালে ক্যারিবিয়ানদের কাছে এভাবে হেরে যাওয়ার পর যথারীতি ঝড় শুরু হয়েছে ভারতে। শুরু হয়েছে ধোনীর দলের মুণ্ডুপাত। ভারতীয় সমর্থকরা কিছুতেই বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছে না। ম্যাচ জিততে না পারায় ধোনি-কোহলিদের ওপর ক্ষোভ প্রকাশ করছে ভারতের উগ্র সমর্থক গোষ্ঠী।
ভারতের বিভিন্ন প্রদেশে ধোনিদের ছবি ও কুশপুত্তলিকা পুড়িয়েছে কিছু সমর্থক। এমনকি তারা আগুনে পুড়িয়েছে পুরো দলের ছবি সম্বলিত পোস্টারও। ধোনি বুমরাহদের কুশপুত্তলিকা বানিয়ে তাও পুড়িয়েছে তারা।
For add
For add
For add
For add
for Add