for Add
নিজস্ব প্রতিবেদক : ৩০ মার্চ ২০১৬, বুধবার, ১৯:৪৯:২৬
দুই ক্লাব থেকে টাকা নেওয়া ৮ ফুটবলার শেখ জামাল ছাড়া অন্য কোনো ক্লাব খেলতে পারবে না-সুপ্রিম কোর্টের দেওয়া এ রায়ের পর অনিশ্চিত হয়ে পড়েছিল স্বাধনীতা কাপ। বাফুফেও টুর্নামেন্ট পিছিয়ে আজকের (বুধবার) পরিবর্তে শুক্রবার আয়োজনের সিদ্ধান্ত নেয়। তারপরও শঙ্কা ছিল নতুন তারিখে টুর্নামেন্ট শুরু হওয়া নিয়ে।
অবশেষে শঙ্কা কাটিয়ে শুক্রবারই শুরু হবে স্বাধীনতা কাপ ফুটবল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে খেলবে বিজেএমসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। একই দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড বনাম উত্তর বারিধারা।
টুর্নামেন্টে অংশ নেওয়ার আগ্রহ ছিল শেখ জামালের। কিন্তু তাদের বাইরে রেখেই শুরু হচ্ছে টুর্নামেন্ট। বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন,‘শেখ জামাল যেহেতু এই আসরে খেলতে চেয়ে আমাদের কাছে লিখিতভাবে কোন আবেদন করেনি, তাছাড়া টুর্নামেন্টের গ্রুপিং ড্র ও ফিকশ্চার যেখানে চূড়ান্ত হয়ে গেছে, সেখানে তাদের আর অংশ নেয়ার সুযোগ নেই।’ মুর্শেদী আরও জানান, ‘আদালতের নিদের্শ অনুযায়ী ওই আট ফুটবলার এই টুর্নামেন্টে কোন ক্লাবের হয়েই খেলতে
রবে না। এই সিদ্ধান্ত খেলার স্বার্থে মেনে নিয়েছে ওই ফুটবলারদের তিন ক্লাব চট্টগ্রাম আবাহনী লিমিটেড, ঢাকা আবাহনী লিমিটেড এবং শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড।
আট ফুটবলারের বিষয়ে এখন সুপ্রীম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী রবিবার শুনানী হওয়ার কথা রয়েছে।
For add
For add
For add
For add
for Add