for Add
নিজস্ব প্রতিবেদক : ২৭ মার্চ ২০১৬, রবিবার, ২৩:৩৭:০৫
শ্বাসরুদ্ধকর ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত। আজ (রবিবার) মোহালিতে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়ার করা ১৬০ রানের জবাবে ভারত ৫ বল হাতে রেখে ৪ উইকেটে করেছে ১৬১ রান। ভারতের এ জয়ের নায়ক বিরাট কোহলি। তার হার না মানা ৫১ বলে ৮২ রানের ইনিংসেই ভারত উঠে গেছে সেমিফাইনালে।
অস্ট্রেলিয়াকে সামনে পেলেই যেন জ্বলে উঠেন বিরাট কোহলি। বাঁচা মরার লড়াইয়েও অসিদের বিরুদ্ধে চওড়া হয়ে উঠলো তার ব্যাট। কোহলির ব্যাটেই অস্ট্রেলিয়াকে বিদায় করলো স্বাগতিকরা। টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। উসমান খাজা ও অ্যারন ফিঞ্চ উদ্বোধনী জুটিতে দারুণ সূচনা এনে দেন। তাদের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ৪ ওভারে ৫৩ রান জমা হয় অসিদের খাতায়। পঞ্চম ওভারে বিদায় নেন উসমান। নেহরার দ্বিতীয় বলে ধোনির হাতে ক্যাচ আউট হন তিনি। মাঠ ছাড়ার আগে ১৬ বলে করেন ২৬ রান।
ওয়ার্নার (৬) ও স্মিথ (২) ক্রিজে এসে দ্রুত মাঠ থেকে বিদায় নেন। পরে ফিঞ্চ ও ম্যাক্সওয়েল রানের চাকা ঘুরানোর চেষ্টা করেন। দলীয় ১০০ রানে ফিঞ্চ বিদায় নেন। পান্ডের বলে ধাওয়ানের হাতে ক্যাচ আউট হওয়ার আগে ৩৪ বলে ৪৩ রান করেন।
ম্যাক্সওয়েল দলকে আশা দেখান। কিন্তু বুমরাহ তাকে বেশি দূর যেতে দেননি। বোল্ড হওয়ার আগে ২৮ বলে ৩১ রান করে এই অলরাউন্ডার। পরে কেউই আর বড় স্কোরের দিকে এগোতে পারেননি। ফকনার আউট হন ১০ রান করে। ওয়াটসন ১৬ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১০ রান নিয়ে খেলা শেষ করেন পিটার নেভিল।
ভারতের বোলার হার্দিক পান্ডে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান নেহরা, বুমরাহ, অশ্বিন ও যুবরাজ।
১৬১ রানের টার্গেটে খেলতে নেমে ইনিংসের গোড়াপত্তন করেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। শুরুটা ভালোই ছিল তাদের। তবে চতুর্থ ওভারেই ছন্দপতন। বিদায় নেন শিখর ধাওয়ান। ভারতের দলীয় রান তখন ২৩। শর্ট ফাইন লেগে উসমান খাজার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ১২ বলে ১৩ রান করা ভারতের এই ওপেনার।
বেশিক্ষণ থিতু হতে পারেননি আরেক ওপেনার রোহিত শর্মাও। ৫.৫ ওভারে শেন ওয়াটসনের বলে সরাসরি বোল্ড তিনি। সাজঘরে ফেরার আগে ১৭ বলে এক চারে ১২ রান করে যান রোহিত। দ্রুত ফেরেন সুরেশ রায়নাও। তিনিও ওয়াটসনের শিকার। সাত বলে ১০ রান করে নেভিলের হাত ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
তবে এরপর কোহলির সঙ্গে জুটি গড়ার আভাস দেন যুবরাজ সিং। পায়ে চোট পেয়েও সাবলীল ছিলেন তিনি। কিন্তু দলীয় ৯৪ রানের মাথায় যুবরাজকে ফিরিয়ে ভারত শিবিরে হতাশা উপহার দেন অসি বোলার ফকনার। চতুর্থ উইকেট জুটিতে কোহলি-যুবরাজ করেন ৪৫ রান। ১৮ বলে এক ছয় ও এক চারে ২১ রান করে ফকনারের বলে ওয়াটসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন যুবরাজ।
এরপর জুটি গড়েন কোহলি ও অধিনায়ক এমএস ধোনি। শেষ দু ওভারে ভারতের প্রয়োজন ছিল ২০ রান। ১৯তম ওভারে চারটি চারে ১৬ রান নিয়ে নেন কোহলি। ২০তম ওভারের প্রথম বলে চার মেরে দলকে জিতিয়ে দেন ধোনি। ৫১ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি । ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছয়ের মার। ১০ বলে ১৮ রানে অপরাজিত থাকেন ধোনি।
For add
For add
For add
For add
for Add