for Add
নিজস্ব প্রতিবেদক : ২৭ মার্চ ২০১৬, রবিবার, ১৯:৪৯:০৮
নাগপুরে আরও একটি রূপকথার জন্মদিল আফগানিস্তান। আজ (রবিবার) ওয়েস্ট ইন্ডিজকে ৬ রানে হারিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। আফগানদের বিপক্ষে ক্যারিবীয়দের শেষ বলে প্রয়োজন ছিল ৮ রান। ক্রিকেট অনিশ্চয়তার খেলা হলেও এমন নয় যে এই ম্যাচ তখন হেরে যাবে আফগানিস্তান। মোহাম্মদ নবীর করা শেষ বলে ১ রান নিতে পারলেন স্যামুয়েল বাদ্রি। তাতে নিশ্চিত হয়ে যায় ক্যারিবীয়দের বিপক্ষে আফগানদের ৬ রানে জয়। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠের মাঝ খানটা তখন যেন এক টুকরো আফগানিস্তান। খেলোয়াড়রা এমন আনন্দে মাতলেন যেন ট্রফিটাই ঘরে তুলেন নিলেন তাঁরা।
সেটাই স্বাভাবিক। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, যাদের পথ চলার প্রতিটি পদক্ষেপেই থাকে সংগ্রামের গল্প, তারা এমন উৎসব করবেন না তো কারা করবেন। প্রতিপক্ষ দলের ক্রিস গেইল বোধ হয় এটা ভেবেই আফগানদের সঙ্গে উৎসবে যোগ দিলেন। নিজের দলের সেমিফাইনালে ওঠা নিশ্চিত হয়ে গেছে আগেই। আজকের ম্যাচটি তাদের জন্য ছিল অপরাজিত থেকে সুপার টেন শেষ করার সুযোগ। আফগানদের কাছে হেরে সেই স্বপ্ন পূরণ না হলেও চার ম্যাচে তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে তার দল। এ কারনে ক্রিস গেইলকে বিশ্রামও দেওয়া হয়েছিল এ ম্যাচে। ডাগ আউটে বসে দেখেছেন নিজ দলের বিপক্ষে আফগান রূপকথা। দুই দলের এই প্রথম মুখোমুখি লড়াইয়ে জয় নিয়ে যখন উৎসবে মাতলেন শেহজাদ-নবীরা, তখন ক্রিস গেইল নিজেকে গুটিয়ে রাখতে পারেননি। যোগ দেন আফগানদের বিজয় উৎসবে।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল আফগানিস্তান। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এক পর্যায়ে ১০০ ছুঁতে পারবে কিনা এই নিয়েও শঙ্কা দেখা দিয়েছিল। তবে নাজিবুল্লাহ জাদরানের অপরাজিত ৪৮ রানে ৭ উইকেটে ১২৩ রানে শেষ হয় আফগান ইনিংস।
জবাব দিতে নেমে গেইলবিহীন ওয়েস্ট ইন্ডিজের কোন ব্যাটসম্যানই আফগান বোলারদের বিপক্ষে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন নি। সর্বোচ্চ ২৮ রান করতে পেরেছিলেন ডোয়াইন ব্রাভো। আফগানিস্তানের মোহাম্মদ নবী এবং রাসিদ খান ২টি করে এবং আমির হামজা, হামিদ হাসান, গুলবাদিন নবী ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন নাজিবুললাহ জাদরান।
বাছাই পর্ব পেরিয়ে আসা দুটি দলের মধ্যে একমাত্র আফগানিস্তানই সুপার টেন থেকে জয় নিয়ে দেশে ফিরতে পারছে। বাংলাদেশ যেখানে দেশে ফিরেছে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৭৫ রানে হেরে। টাইগাররা যেখানে ৭০ রানে অল আউট হয়ে লজ্জা উপহার দিয়েছে দেশবাসীকে, সেখানে আফগানরা জাতিকে উপহার দিয়েছে অসাধারণ এক জয়।
For add
For add
For add
For add
for Add