for Add
নিজস্ব প্রতিবেদক : ২৬ মার্চ ২০১৬, শনিবার, ১৫:৪৬:৪৯
এক ম্যাচ পর আবারও টসে হার মাশরাফির। ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ম্যাচে টানা ৭ ম্যাচ পর টস জিতেছিলেন মাশরাফি। আজ (শনিবার) ইডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে আবারও টসে হার বাংলাদেশ অধিনায়কের। তবে কি নিজের শেষ টি-টোয়েন্টিতে মাশরাফির নামের পশে টসে হারই লেখা থাকবে?
ক্রিকেট মহলে গুঞ্জন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই ফরম্যার থেকে অবসর নেবেন মাশরাফি। বিশ্বকাপ চলাকালে অনেকবারই নিজের অবসর নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে মাশরাফিকে। কিন্তু সরাসরি কখনও কিছু বলেন নি। গতকাল (শুক্রবার) সংবাদ সম্মেলনে বলেছেন দেশে ফিরে এনিয়ে ভাববেন। সেই ভাবনার পর সত্যিই যদি এই ফরম্যাটককে বিদায় বলে দেন তিনি, তাহলে শেষ ম্যাচে টস হারই লেখা থাকবে তার নামের পাশে। যদিও টসে জয় বা হারে কি আসে যায়? আসল গৌরব তো ম্যাচ জয়ে। দেখার বিষয় ইডেনের ম্যাচে জয় পায় কিনা মাশরাফির দল।
এ ম্যাচে ভারতের বিপক্ষে খেলা সর্বশেষ ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেই মাঠে নেমেছে বাংলাদেশ।
For add
For add
For add
For add
for Add