for Add
নিজস্ব প্রতিবেদক : ২৩ মার্চ ২০১৬, বুধবার, ২১:০৩:০৩
ব্যাঙ্গালুরুতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের ‘বি’গ্রুপের ভারত-বাংলাদেশের গুরুত্বপুর্ন ম্যাচ। গত ক’দিন ধরে এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ চড়েছে উচ্চগ্রামে। ফলে ম্যাচ চলাকালীন এই মুহূর্তে রাজধানী ঢাকার রাস্তাঘাটে জনসমাগম কমে গেছে। সাধারণত রাজধানীর যে সব মানুষ সন্ধ্যার পর ঘরের বাহির হন, তারা আজ ঘরেই। খুব জরুরি কাজ না থাকলে কেউই বের হচ্ছেন না। অফিস শেষ করে সবাই দ্রুতই ছুটছেন বাড়ির পথে। খেলা দেখতে হবে। ফলাফল প্রধান সড়কে ট্রাফিকের চাপ প্রচুর। সবারই তাড়া দ্রুত পৌঁছাবার, কিন্তু সড়ক যে একটাই।
তবে যারা একান্তই কোন কারনে বাসায় পৌঁছাতে পারছেন না, তাড়া কিন্তু ঠিকই রাস্তার পাশে ইলেক্ট্রনিকস শো-রুমগুলোতে খুলে রাখা টিভিতে বুঁদ হয়ে আছেন। আর শাহবাগের বড় পর্দা তো আছেই, ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামীর চেয়ে কোন অংশে যেন কম নয় এ স্থানের উত্তেজনা। যারা যানবাহনে আছেন, তাদের অনেকেই কান পেতে রেডিওতে।
ক্রিকেট যে আমাদের জাতীয় জীবনের সাথে কতটা একাত্ত হয়ে গেছে, ভারত-বাংলাদেশের আজকের ম্যাচ তার অন্যতম নিদর্শন।
For add
For add
For add
For add
for Add