for Add
: ৩০ সেপ্টেম্বর ২০১৫, বুধবার, ১০:৫৫:৪২
নিজস্ব প্রতিবেদক: প্রিমিয়র লিগে দুঃস্বপ্ন চ্যাম্পিয়ন্স লিগেও তাড়া করে বেড়াচ্ছে হোসে মোরিনহোর দলকে। গ্র“পের দ্বিতীয় ম্যাচেই এফসি পোর্তোর কাছে মুখ থুবরে পড়ল চেলসি৷২-১ গোলে হেরে মাঠ ছাড়–ল ‘ব্লু’জরা।
এস্তাদিও দো দ্রাগাওয়ে স্টেডিয়ামে গ্রুপ-জি ম্যাচে পোর্তোর গোলকিপার ইকার ক্যাসিয়াসের কাছেই হার হজম করতে হয় মরিনহোর ছেলেদের। পোর্তোর হয়ে গোল দু’টি করেন আন্দ্রে ও মাইকন। চেলসির একমাত্র গোলদাতা উইলিয়ান। প্রথম ম্যাচে ম্যাকাবি তেল-আবিবকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করা চেলসি এদিন পোর্তোর বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে৷
কিন্তু স্পেনের বিশ্বচ্যাম্পিয়ন গোলকিপার ক্যাসিয়াসের প্রাচীর ভেদ করে পোর্তোর জালে একের বেশি জড়াতে পারেননি পেদ্রো, ফ্যাব্রেগাসরা। এদিন চ্যাম্পিয়ন্স লিগে জাভির সর্বোচ্চ ম্যাচের রেকর্ড নিজের দখলে নেয়া ক্যাসিয়াস (১৫২টি ম্যাচ) শুরু থেকেই পোস্টের নিচে দুর্বার ছিলেন। ফ্যাব্রেগাসের জোরাল শট ঝাঁপিয়ে রুখে দেওয়ার পর ত্রয়োদশ মিনিটে ফের নিশ্চিত গোল বাঁচান রিযাল মাদ্রিদের সাবেক গোলরক্ষক। ‘ওয়ান-টু-ওয়ান’ পজিশনে পেড্রোর শট শেষ মুহূর্তে পা-দিয়ে আটকে দেন ক্যাসিয়াস৷
আক্রমণ-প্রতিআক্রমণ ম্যাচে ৩৯ মিনিটে সুযোগটা কাজে লাগায় পোর্তো। আন্দ্রের শটে এগিয়ে যায় পর্তুগালের দলটি। যদিও গোলের কৃতিত্ব ব্রাহিমির। বাঁ-দিক থেকে উঠে প্রতিপক্ষের তিন ডিফেন্ডারকে ছিটকে দ্রুত বক্সে ঢুকে পড়েন ফরাসি মিডিও। চেলসি গোলকিপার বেগোভিচ ব্রাহিমির শট আটকে দিলেও সামনে থাকা আন্দ্রে ফিরতি বল ধরে চেলসির গোলে ঠেলতে ভুল করেননি৷
মিনিট ছ’য়েক পর অবশ্য ম্যাচে সমতা ফেরায় মোরিনহোর দল। প্রিমিয়র লিগে সাত ম্যাচে মাত্র দু’টিতে জয় পাওয়া চেলসিকে কিছুটা স্বস্তি দেন উইলিয়ান। বক্সের বাইরে থেকে নেওয়া ব্রাজিলীয় মিড-ফিল্ডারের ফ্রি-কিক পোর্তোর রক্ষণ ভেদে করে গোল ঢুকে যায়। প্রতিরোধের কোনও সুযোগ পাননি ক্যাসিয়াস। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের এগিয়ে যায় পোর্তো। ৫২ মিনিটে বুদ্ধিদীপ্ত হেডে দলকে এগিয়ে দেন মাইকন। বাকি ম্যাচে কাসিয়াসের গ্লাভস ভেদ করে পোর্তোর জালে বল জড়াতে ব্যর্থ হন মরিনহোর ছেলেরা।
For add
For add
For add
For add
for Add