for Add
: ৭ মে ২০১৫, বৃহস্পতিবার, ২১:১৯:৫৮
নিজস্ব প্রতিবেদক: ২০১ রানও যথেষ্ট নয়। ১৯৪ রান পর্যন্ত করে ফেলেছিল রাজস্থান রয়্যালস। শেষ দিকে ক্রিস মরিসের ব্যাটে ঝড় উঠলেও সানরাইজার্সের সমস্যা হলো না। ৭ রানের শ্বাসরূদ্ধকর জয় পেলো সানরাইজার্স হায়দারাবাদ। হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। আর এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় পাঁচে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ৷১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রাজস্থান রয়্যালস৷
২০২ রানের লক্ষ্যে ব্যাট করে সাত উইকেটে ১৯৪ রানে থেমে য়া রাজস্থান ইনিংস৷প্রথম ওভারে অজিঙ্ক রাহানের উইকেট হারানোয় ব্যকফুটে চলে যায় রয়্যালস৷কিন্তু স্টিভ স্মিথের ৪০ বলে ৬৮ রানের ইনিংসে অক্সিজেন পায় রাজস্থান৷স্মিথ ফিরে যাওয়ার পর ক্রিস মরিসের ১১ বলে ৩৪ এবং জেমস ফকনারের ১৯ বলে ৩০ রানের ইনিংস ম্যাচ জমিয়ে দেয়৷
জয়ের জন্য শেষ ওভারে রাজস্থানের দরকার ছিল ১৮ রান৷১১ রানের বেশি তুলতে পারেননি স্টুয়ার্ট বিনি ও মরিস৷ ডেল স্টেইনের অনুপস্থিতিতে সানরাইজার্সের সেরা বোলার ভুবনেশ্বর কুমার৷৪৪ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি৷ এর আগে প্রথম ব্যাট ইয়ন মর্গ্যানের ব্যাটিং সাইক্লোনে ২০১ রান তোলে হায়দরাবাদে৷২৮ বলে ৬৩ রানের ইনিংসে পাঁচটি ওভার বাউন্ডারি ও চারটি বাউন্ডারি মারেন মর্গ্যান৷স্বাভাবিক ভাবেই ম্যাচের সেরা তিনি৷মর্গ্যান ছাড়া হাফ-সেঞ্চুরি করেন শিখর ধাওয়ান (৫৪)৷
For add
For add
For add
For add
for Add