for Add
: ৪ মে ২০১৫, সোমবার, ২২:৪৮:০৩
চেন্নাই সুপার কিংস- ১৪৮/৭ (সুরেশ রায়না-৫২)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: ১২৪ (বিরাট কোহলি-৪৮)। ফল: ২৪ রানে জয়ী চেন্নাই
নিজস্ব প্রতিবেদক: চেন্নাইয়ের ব্যাটিং এক্সপ্রেসকে ১৫০ রানের মধ্যে বেঁধে ফেলাটা মুখের কথা নয়৷ বল হাতে সেই কঠিন কাজটা এম চিন্নাস্বামীতে করেও দেখালেন মিচেল স্টার্ক, হার্শাল প্যাটেল, ওয়াইসিরা। কিন্তু আখেরে লাভ কিছুই হল না৷ স্টার্কদের পাল্টা দিয়ে ১২৪ রানে আরসিবি-কে গুটিয়ে দিলেন আশিস নেহরা, ঈশ্বর পাণ্ডেরা৷ ২৪ রানে কোহলিদের হারিয়ে ফের পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল ধোনিবাহিনী৷ বোলিং ও ফিল্ডিংয়ের মধ্যে দিয়ে ফের চেন্নাই মনে করিয়ে দিল, কেন তারা দু’বারের চ্যাম্পিয়ন৷ ধোনি বনাম কোহলির লড়াইয়ে শেষ হাসি হাসলেন বড়জনই৷
টস জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ ৩৪ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যান চেন্নাইয়ের দুই ওপেনার ডোয়াইন স্মিথ (০) ও ব্রেন্ডন ম্যাককালাম (২০)৷ তবে সুরেশ রায়নার ৪৬ বলে ৫২ রানের অনবদ্য ইনিংসে ঘুরে দাঁড়ায় সিএসকে৷ একটি ছক্কা ও ৫টি চার দিয়ে সাজানো ছিল তার দুরন্ত ইনিংস৷
রায়নাকে সঙ্গ দেন ফ্যাফ ডু প্লেসিস (২৪)৷ ২৯ রান করে আউট হন ক্যাপ্টেন কুল৷ টেল-এন্ডাররা সকলেই ব্যর্থ৷ ৯ উইকেট হারিয়ে ১৪৮ রানে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস৷ তিনটি উইকেট তুলে নেন স্টার্ক৷ হার্শাল প্যাটেল, ওয়াইসি দু’টি করে উইকেট পান৷ জবাবে ব্যাঙ্গালোর শিবিরে অধিনায়ক বিরাট কোহলি ছাড়া প্রায় সকলেই ব্যর্থ৷ আরসিবি অধিনায়কের ৪৪ বলে ৪৮ রান এদিন কাজে এল না৷ এবি ডি ভিলিয়ার্স (২১) ও দীনেশ কার্তিক (২৩) খানিকটা হাল ধরলেও শেষরক্ষা হয়নি৷ ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন নেহরা৷ ঈশ্বর পাণ্ডে দু’টি ও মোহিত শর্মা একটি করে উইকেট নেন৷
For add
For add
For add
For add
for Add