for Add
: ২ মে ২০১৫, শনিবার, ১১:১৩:০৮
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার ফিরোজ শাহ কোটলায় কিংস ইলেভেন পঞ্জাবকে হেলায় হারাল দিল্লি ডেয়ারডেভিলস৷ আইপিএলের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৬ ওভার ১ বল বাকি থাকতেই মাত্র এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি৷ ৯ উইকেটে সহজে জয় পাওয়া এই ম্যাচে সেরা খেলোয়াড় হয়ে ছেন দিল্লির বোলার নাথান নেইল৷
এদিন টস জিতে পঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায় দিল্লি এবং ব্যাট করতে নেমে শুরু থেকেই সাজঘরে লাইন লাগায় পঞ্জাবের কিংসরা৷ মাত্র ১০ রানে পঞ্জাব তাদের প্রথম চারটি উইকেট হারিয়ে কোনঠাসা হয়ে পড়ে৷ দুই ওপেনার বীরেন্দর শেবাগ ও মনন ভোরা ১ রান করে ফিরে যান৷
এর পর ব্যাট হাতে ব্যর্থ শন মার্শ (৫), ঋদ্ধিমান সাহা (৩)৷ শুরুর এই ধাক্কা আর সামাল দিতে পারেননি অন্যান্যরাও৷ ডেভিড মিলার চাপের মুখে ৪২ রান করে কিছুটা মুখরক্ষা করেন৷ শেষের দিকে নেমে জর্জ বেইলি (১৮) ও অক্ষর প্যাটেল (২২) একটু না দাঁড়ালে একশো রানের গন্ডিও টপকাতে পারতো না পঞ্জাব৷ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১১৮ রান তুলতে সক্ষম হয় প্রীতি জিনতার দল৷ দিল্লির হয়ে হাত ঘুরিয়ে নাথান নিল মাত্র ২০ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন৷
অল্প রানের লক্ষমাত্রা তাড়া করতে নেমে একেবারেই সমস্যায় পড়েনি দিল্লি৷ দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ও শ্রেয়স আইয়ারের জোড়া হাফ-সেঞ্চুরিতে কার্যত হাসতে হাসতে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় দিল্লি৷ মায়াঙ্ক ৫২ রানে অপরাজিত থাকেন৷ আর শ্রেয়স আউট হওয়ার আগে করে যান ৫৪ রান৷
For add
For add
For add
For add
for Add