for Add
: ১৯ এপ্রিল ২০১৫, রবিবার, ৩:৩৩:১৯
নিজস্ব প্রতিবেদক: ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটে ভর করে দ্বিতীয় জয় তুলে নিল বলিউড বাদশাহ শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। শনিবার তারা কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়েছে ৪ উইকেটের ব্যবধানে। সাকিবকে ছাড়াই জয় তুলে নিল নাইটরা। এদিন পাঞ্জাবের করা ১৫৫ রান নাইটরা টপকে গেছে ১৭.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে।
আন্দ্রে রাসেল বল হাতে ৩৯ রানের বিনিময়ে নিলেন ২ উইকেট। এরপর ব্যাট হাতে পাঞ্জাব বোলারদের উপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন এই অলরাউন্ডার। খেলেছেন ৩৬ বলে ৬৬ রানের এক টর্নেডো ইনিংস। চার মেরেছেন ৯টি, ছক্কা দুটি। জয়ের জন্য বাকি কাজটুকু সারেন ইউসুফ পাঠান (২৪ বলে ২৮*)। বাকিদের মধ্যে সুরাইয়াকুমার যাদব ১০ বলে ২৩, রবিন উথাপ্পা ১৩, গৌতম গম্ভীর ১১, মনিষ পান্ডে ১২ রান করেন। সন্দ্বীপ শর্মা ২৫ রানে নেন ৪ উইকেট।
এরআগে পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে পাঞ্জাব। ২৭ রানের মধ্যে তাদের হারাতে হয় ৩ উইকেট। তবে দলকে কক্ষপথে রাখার চেষ্টা করেন দুই অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েল এবং অধিনায়ক জর্জ বেইলি। ২৬ বলে দুই চার, ছক্কায় ৩৩ রানে ম্যাক্সওয়েল ফিরলেও বেইলি ৪৫ বলে পাঁচ চার, দুই ছক্কায় ৬০ রানের ক্যাপ্টেনসনক ইনিংস উপহার দেন।
আর তাতেই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রানের পুঁজি পায় পাঞ্জাব। আগের দুই ম্যাচে উইকেটশুণ্য থাকা রহস্যময় স্পিনার সুনীল নারিন এদিন উইকেটের দেখা পেয়েছেন। ৪ ওভার হাত ঘুরিয়ে ১৭ রান দিয়ে তিনি ১ উইকেট তুলে নিয়েছেন। উমেশ যাদব ৩৩ রানে ৩টি, মরনে মরকেল ২৭ ও রাসেল ৩৯ রানের বিনিময়ে পেয়েছেন ২টি করে উইকেট।
For add
For add
For add
For add
for Add