for Add

দক্ষিণ আফ্রিকা ২৮১, কিউইদের লক্ষ্য ২৯৮

209349.3

নিজস্ব প্রতিবেদক: বৃষ্টি আইনের অদ্ভুত নিয়ম। বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল দেড় ঘন্টা। পরে দু’দল থেকেই কমিয়ে আনা হল ৭ ওভার করে। ৪৩ ওভারে দক্ষিণ আফ্রিকা করল ২৮১ রান। কিন্তু ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডের সামনে এডজাস্টেবল টার্গেট দাঁড়াল ২৯৮ রান।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়। দ্রুত হাশিম আমলা আর কুইন্টন ডি ককের উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। তবে সেখান থেকে প্রোটিয়াদের উদ্ধার করার প্রাথমিক কাজটি করেন ফ্যাফ ডু প্লেসিস আর রিলে রুশো। এ দু’জন ৮৩ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হয়ে রিলো রুশো আউট ওয়ার পরই ঝড় তোলেন এবি ডি ভিলিয়ার্স আর ডু প্লেসিস।

দীয় প্রথম ১০০ রান পূর্ণ করতে লেগেছিল ২৪.১ ওভার। পরের ১২ ওভারে হয়েছে আরও ১০০ রান। অথ্যাৎ ৩৬.১ ওভারেই ২০০ রান। শেষ পর্যন্ত বৃষ্টি আসার আগে ৩৮ ওভারে প্রোটিয়াদের রান গিয়ে দাঁড়াল ৩ উইকেটে ২১ তে।

209337তবে প্রায় দেড় ঘন্টা বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়। তবে ততক্ষণে ওভার কমিয়ে আনা হয়েছে দু’দলের জন্য ৭টি করে। অথ্যাৎ ৪৩ ওভার করে খেলার সুযোগ পাচ্ছে দু’দল। প্রোটিয়ারা ব্যাট করার সুযোগ পেলো মাত্র ৫ ওভার। তবে এই ৫ ওভারেই ৬৫ রান তুলল ডি ভিলিয়ার্সের দল।

খেলা শুরুর পরই আউট হন ডু প্লেসিস। এরপর মাঠে নামেন ডেভিড মিলার। নেমেই ঝড় তোলেন ১৮ বলে ৪৯ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রান দাঁড়ায় ৫ উইকেটে ২৮১।

টস জিতে ব্যাট করতে নেমেই দক্ষিণ আফ্রিকার চতুর্থ ওভারেই ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার ইনফর্ম ওপেনার হাশিম আমলা। ১৪ বলে ২টি বাউন্ডারিতে মাত্র ১০ রান করে ফিরে গেলেন আমলা।

ট্রেন্ট বোল্ডের দুর্দর্ষ বোলিং, কখনও ইনসুইঙ্গার, কখনও আউটসুইঙ্গার দিয়ে রীতিমত আতঙ্কের মধ্যে রেখেছেন প্রোটিয়া ব্যাটসম্যানরদের। হাশিম আমলাকে বোল্ড করার পর তুলে নিলেন আরেক ওপেনার কুইন্টন ডি করের উইকেটও। অষ্টম ওভারের পঞ্চম বলেই বোল্ট শট খেলতে প্রলুব্ধ করেন ডি কককে। তার ব্যাটের কানায় লেগে উঠে যাওয়া বলটি বাউন্ডারি লাইনে বাতালুবন্দী করতে মোটেও কষ্ট করতে হয়নি টিম সাউদিকে।

দ্রুত দুই উইকেট হারিয়ে এবং নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে একেবারে মন্থর গতির ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা। ফ্যাফ ডু প্লেসিস আর রিলে রুশোর মত বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিজে থাকার পরও রান উঠছে না স্কোর বোর্ডে। তবে ধীরে ধীরে দু’জন চেষ্টা করছেন একটি জুটি গড়ে 209335তোলার।

তবে ৮৩ রানের জুটি গড়ার পর কোরি এন্ডারসনের তোপের মুখে উইকেট দিতে বাধ্য হলেন রিলে রুশো। ভেঙে যায় গুরুত্বপূর্ণ একটি জুটি। ব্যাকওয়ার্ড পয়েন্টে রুশোর ক্যাচটি অসাধারণ দক্ষতায় তালুবন্দী করেন মার্টিন গাপটিল।

রিলে রুশের আউট যেন প্রোটিয়াদের জন্য শাপে বর হয়েই দেখা দিয়েছে। কারণ, উইকেটে নেমে রীতিমত ঝড় বইয়ে দিচ্ছেন এবি ডি ভিলিয়ার্স। সঙ্গে জ্বলে উঠেছে ডু প্লেসিসের ব্যাটও। যেখানে প্রথম দলীয় রান ১০০ রান পূর্ণ করতেই ২৪.১ ওভার লেগেছিল, সেখানে ২০০ রান পূর্ণ হয়েছে ৩৬.১ ওভারে। অথ্যাৎ পরের ১০০ রান পূর্ণ হতে লেগেছে মাত্র ১২ ওভার।

১০.২ ওভারে ইতিমধ্যে ৮৮ রানের জুটি গড়েছেন ডি ভিলিয়ার্স আর ডু প্লেসিস জুটি। তবে খেলা ৩৮ ওভার হওয়ার পরই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। এ রিপোর্ট লেখার সময় দক্ষিণ আফ্রিকার রান ৩ উইকেটে ২১৬। ফ্যাফ ডু প্লেসিস ৮২ রান এবং ডি ভিলিয়ার্স ব্যাট করছেন ৬০ রান নিয়ে।

সব সংবাদ

১৮ বছর পর এবার পঞ্চপাণ্ডব ছাড়া টিম বাংলাদেশ বিসিবি ঘোষিত পুরস্কারের অর্থ বুঝে পেলেন সাবিনারা জাকারিয়া পিন্টুকে শেষ বিদায় জানালো ক্রীড়াঙ্গন চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস জয় বিদায়ের আগ মুহূর্তে আবেগঘন পোস্ট কায়েসের গোল মিসের মহড়ায় মালদ্বীপের কাছে হার জানুয়ারিতে ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু সাবিনাদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের ৮ গোল করে নতুন রেকর্ড চেলসির ট্রাম্পকে অভিনন্দন জানালেন ফিফা সভাপতি তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু ম্যাচের মাঝেই বজ্রপাত > এক ফুটবলারের মৃত্যু তাসমেরী স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট আজ শুরু দাবিগুলো পূরণ করার চেষ্টা করব : প্রধান উপদেষ্টা আফগানিস্তান সিরিজে শান্তই অধিনায়ক শনিবার যমুনায় সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা একনজরে বিপিএলের দলগুলো সাকিবের দেশে আসা-যাওয়ায় কোন বাধা নেই : ক্রীড়া উপদেষ্টা জেনে নিন বাফুফে নির্বাচনে কে কোন পদে… ফুটবলপ্রিয় বন্ধুকে নিয়ে স্মরণ সভা ‘দিন যত যাচ্ছে ততই নির্বাচনের জন্য চাপ বাড়ছে’ নতুন লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ আদালতের নতুন রায়ে ‘দুঃস্বপ্ন ভাঙলো’ পগবার স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ রেকর্ড গড়ে বাংলাদেশকে হারালো ভারত নয় বছর পর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা সাকিবকে নিরাপত্তা দেওয়া নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা এক পদে দুই মেয়াদের বেশি না থাকার নির্দেশনা ক্রীড়া উপদেষ্টার ক্রিকেটের দুই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা সাকিবের হামলার হুমকির পর কানপুর টেস্ট শুনছে মেঘের গর্জন বাংলাদেশের জার্সিতে খেললে ইংল্যান্ডের কোনো আপত্তি নেই জ্যোতিদের লক্ষ্য বিশ্বকাপ সেমিফাইনাল বাফুফে নির্বাচনে সভাপতি পদে লড়বেন তাবিথ আউয়াল ভারতের কাছে হারলো বাংলাদেশ সিরিয়ার কাছে ৪ গোলে হারলো বাংলাদেশ শেষ মুহূর্তে ভারতের কাছে হার ফিফা র‍্যাংকিং আরো পেছাল বাংলাদেশ তরফদারের প্রতিদ্বন্দ্বী কি তাহলে তাবিথ আউয়াল? ভারত আর পাকিস্তান দল কিন্তু এক নয় : সৌরভ গাঙ্গুলি মেসির চেয়েও সেরা হবেন ইয়ামাল! বাফুফে সভাপতি প্রার্থী তরফদার রুহুল আমিন ভারতে টেস্ট সিরিজ জয়ে আত্মবিশ্বাসী শান্ত ফিরেই জোড়া গোল করে ম্যাচসেরা মেসি পরিস্থিতি বিবেচনায় নির্বাচন করবেন না সালাউদ্দিন বর্তমান কমিটির বিলুপ্তি চান উশুর প্রতিষ্ঠাতারা লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড পেলেন দুলাল মাহমুদ বিশ্বের প্রথম দল হিসেবে শততম হারের লজ্জা পেলো বাংলাদেশ সালাম মুর্শেদীকে ১৩ লাখ টাকা জরিমানা ফিফার

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add