for Add
: ২১ মার্চ ২০১৫, শনিবার, ১১:৪৮:০৩
নিজস্ব প্রতিবেদক: গ্রুপ পর্বের ধারাবাহিকতা কোয়ার্টার ফাইনালে এসেও ধরে রাখল নিউজিল্যান্ড। ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে পেয়ে রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। একাই ২৩৭ রান করলেন মার্টিন গাপটিল। তার অসাধারণ রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরির ওপর ভর করে কিউইদের সংগ্রহ দাঁড়াল ৬ উইকেটে ৩৯৩ রানে।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে গেল নিউজিল্যান্ড। দুই ওপেনার ব্রেন্ডন ম্যাককুলাম আর মার্টিন গাপটিল সূচনাটা ভালোই করেছিলেন। গাপটিলের ব্যাটে বেশ কয়েকটি বাউন্ডারিও চলে এসেছিল। ম্যাককুলামও একটি বাউন্ডারি এবং একটি ছক্কা মেরে জানান দিচ্ছিলেন বড় কিছু করার।
কিন্তু বিপত্তি বাধে পঞ্চম ওভারে এসে। জেরোমো টেলরের দ্বিতীয় বলটি ছক্কা মারতে গিয়ে আকাশে তুলে দেন ম্যাককুলাম। মিড অপে অনেক দুর দৌড়ে এসে ক্যাচটি তালুবন্দী করেন ক্যারিবীয় অধিনায়ক জ্যাসন হোল্ডার। ৮ বলে ১২ রান করে ফিরে গেলেন ম্যাককুলাম। দলের রান তখন ২৭।
হোল্ডারের ক্যাচটির বর্ণনা দিতে গিয়ে ১৯৮৩ বিশ্বকাপের ফাইনালের সঙ্গে মিল খুঁজে পাচ্ছিলেন বোদ্ধারা। সেবার ক্যারিবীয় অধিনায়ক ভিভ রিচার্ডসের ক্যাচ যেভাবে ধরেছিলেন কপিল দেব, অনেকটা সেরমকই ক্যাচ ধরেন হোল্ডার।
ম্যাককুলাম আউট হয়ে গেলেও গাপটিল আর কেনে উইলিয়ামসন মিলে দারুন একটি জুটি গড়ে তোলার চেষ্টা করেন। তবে সেটা বেশিক্ষণের জন্য নয়। ৬২ রানের জুটিটা শেষ পর্যন্ত ভেঙ্গে দিলেন আন্দ্রে রাসেল। ১৬তম ওভারের শেষ বলে স্লোয়ার দিলেন রাসেল। তাতেই শর্ট কভারে ক্যাচ তুলে দেন উইলিয়ামসন। ৮৯ রানে পতন ঘটে দ্বিতীয় উইকেটের।
তবে কেনে উইলিয়ামসনকে ফিরিয়ে দিলেও কিউইদের আর তেমন কোন বিপদে ফেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। গাপটিল আর রস টেলর মিলে টেনে নিচ্ছেন ব্ল্যাক ক্যাপসদের ইনিংস।
অবশেষে দু’জন মিলে ১৪৩ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। ৬১ বলে ৪২ রান করে রান আউট হয়ে যান রস টেলর। ৩৯তম ওভারে সুলেমান বেন থেকে দ্রুত রান নিতে গিয়ে আউট হয়ে যান টেলর।
For add
For add
For add
For add
for Add