for Add
: ২১ মার্চ ২০১৫, শনিবার, ৮:৪১:১৯
নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ জয়ের সেরা সুযোগ। বিশেষ করে গ্র“প পর্ব থেকে নিউজিল্যান্ড যেভাবে উড়ছিল, তাতে তাদেরকে সম্ভাব্য চ্যাম্পিয়ন অনেকেই বলতে শুরু করেছে। তবে তার আগে সেমিতে ওঠার পরীক্ষায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হলো নিউজিল্যান্ড।
ওয়েলিংটনের শুরু হওয়া শেষ চারের লড়াইয়ে শুরুতে জয় হলো স্বাগতিকদেরই। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
তবে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলামের উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে নিউজিল্যান্ড। দলীয় ২৭ রানের মাথায় জেরোমে টেলরের বলে দুর্দান্ত এক ক্যাচ ধরেন জ্যাসন হোল্ডার।
এরপর কেনে উইলিয়ামসন আর মার্টিন গাপটিল মিলে গড়েন ৬২ রানের জুটি। শেষ পর্যন্ত এই জুটি ভেঙ্গে দিলেন আন্দ্রে রাসেল। ১৬তম ওভারের শেষ বলে স্লোয়ার দিলেন রাসেল। তাতেই শর্ট কভারে ক্যাচ তুলে দেন উইলিয়ামসন। ৮৯ রানে পতন ঘটে দ্বিতীয় উইকেটের।
এ রিপোর্ট লেখার সময় নিউজিল্যান্ডের রান ২২.১ ওভারে ২ উইকেটে ১২৩ রান। ৬৩ রান নিয়ে গাপটিল এবং ১১ রানে উইকেটে ছিলেন রস টেলর।
কিউইদের বিপক্ষে আজকের কোয়ার্টার ফাইনালে ক্যারিবীয়দের সবচেয়ে বড় স্তস্তি হলো দলের বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইলকে ফিরে পাওয়া। পিঠের ইনজুরির কারণে সর্বশেষ ম্যাচ খেলতে পারেননি তিনি। এমনকি কিউইদের বিপক্ষে এই ম্যাচেও তাকে নিয়ে ছিল সংশয়। শুধু গেইলই নন, ক্যারিবীয় দলে তার সঙ্গে ফিরেছেন স্পিনার সুলেমান বেনও। বাদ দেওয়া হয়েছে পেসার কেমার রোচকে।
এছাড়া নিউজিল্যান্ড দলে আনা হয়েছে একটি পরিবর্তন। ইনজুরির কারণে আগের ম্যাচ খেলতে না পারা অ্যাডাম মিলনে ফিরেছেন দলে। বাদ দেওয়া হয়েছে স্টুয়ার্ট ম্যাকক্লেগানকে।
নিউজিল্যান্ড: ম্যাককালাম, গাপটিল, উইলিয়ামসন, রস টেলর, গ্র্যান্ট ইলিয়ট, কোরে এন্ডারসন, লুক রনকি, ড্যানিয়েল ভেট্টোরি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে।
ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, জনসন চার্লস, ল্যান্ডল সিমন্স, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, জোনাথন কার্টার, ড্যারেন স্যামি, আন্দ্রে রাসেল, জ্যাসন হোল্ডার, জেরোমে টেলর, সুলেমান বেন।
For add
For add
For add
For add
for Add