for Add
: ১০ মার্চ ২০১৫, মঙ্গলবার, ১৪:১৪:৩৯
নিজস্ব প্রতিবেদক: শিখর ধাওয়ান আর রোহিত শর্মাই জয়ের আসল কাজটা সেরে দিয়ে যান ১৭৪ রানের জুটি গড়ে। বাকি কাজ ৭০ রানের জুটি গড়ে সেরে দেন কোহলি আর রাহানে। আইরিশদের ২৫৯ রানের চ্যালেঞ্জ ৩৬.৫ ওভারেই পার হয়ে গেল ভারত। ৭৯ বল হাতে রেখে আয়ারল্যান্ডকে হারাল ৮ উইকেটের বড় ব্যবধানে।
ওপেনিং জুটিতেই জয়ের আসল কাজটি সেরে ফেলেন দুই ওপেনার। ১৭৪ রানের জুটি গড়ার পর অবশেষে স্টুয়ার্ট থম্পসনের বলে বোল্ড হয়ে ফেরেন রোহিত শর্মা। আউট হওয়ার আগে নিজের নামের পাশে ৬৬ বলে ৩ বাউন্ডারি আর ৩ ছক্কায় লেখেন ৬৬ রান।
রোহিত আউট হওয়ার পরই ক্যারিয়ারে ৮ সেঞ্চুরি পূরণ করে ফেলেন অপর ওপেনার শিখর ধাওয়ান। ৮৪ বলে সেঞ্চুরি পূরণের পরের বলেই আউট হয়ে যান তিনি।
এরপর বকি কাজ সারতে বিরাট কোহলি আর আজিঙ্কা রাহানের অবশ্য খুব বেশি কষ্ট করতে হয়নি। ৭০ রানের জুটি গড়ে এ দু’জন ভারতকে পৌঁছে দেন এবারের বিশ্বকাপে টানা ৫ম জয়ের লক্ষ্যে।
৪২ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন কোহলি। আর ৩৩ রান করে অপরাজিত থাকেন রাহানে। আইরিশদের পক্ষে উইকেট দুটি নেন স্টুয়ার্ট থম্পসন।
For add
For add
For add
For add
for Add