for Add
: ৮ মার্চ ২০১৫, রবিবার, ৮:৫৮:১৪
নিজস্ব প্রতিবেদক: এমনিতেই আকাশে উড়ছে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ নিউজিল্যান্ড। তার ওপর তাদের সামনে পড়ে যদি আফগানিস্তানের মত পুঁচকে একটি দেশ, তাহলে কী হওয়ার কথা! হলোও তাই। নেপিয়ারের ম্যাকলিন পার্কে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই কিউই বোলারদের তোপের বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। শেষ পর্যন্ত ৪৭.৪ ওভারে অলআউট হওয়ার আগে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৮৬ রান।
৫ রানে প্রথম উইকেট, ৬ রানে দ্বিতীয়, ২৪ রানে তৃতীয়, ৪৯ রানে চতুর্থ, ৫৯ রানে ৫ম এবং ৬ষ্ঠ উইকেট হারায় আফগানিস্তান। যদিও, সপ্তম উইকেট জুটিতে সামিউল্লাহ সেনওয়ারি আর নজিবুল্লাহ জাদরানের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছিল। দু’জনই করেছিলেন হাফ সেঞ্চুরি।
দ্রুত ৬ উইকেট পড়ে যাওয়ার পর সপ্তম উইকেটে সামিউল্লাহ আর নজিবুল্লাহ মিলে গড়েন ৮৬ রানের জুটি। ৬ উইকেটে ৫৯ রান থেকে সামিউল্লাহ আর নজিবুল্লাহ মিলে আফগানদের নিয়ে যান ১৪৫ রান পর্যন্ত।
এ সময় এসে ৫৬ বলে ৫৬ রান করা নজিবুল্লাহকে ফিরিয়ে দেন অ্যাডাম মিলনে। ড্যানিয়েল ভেট্টোরির হাতে ক্যাচ দিয়ে আউট হন নজিবুল্লাহ। তার আগে ৮টি বাউন্ডারি আর ২টি ছক্কায় সাজান নিজের ইনিংস।
তার সঙ্গী সামিউল্লাহও শেষ পর্যন্ত পূরণ করেন হাফ সেঞ্চুরি। তিনি আউট হন ৫৪ রান করে। তবে বল খেলেন ১১০টি। শেষ দিকে এসে হামিদ হাসান করেন ১৬ রান। যে কারণে শেষ পর্যন্ত ১৮৬ রান করতে সক্ষম হয় আফগানরা।
কিউই বোলারদের পক্ষে ড্যানিয়েল ভেট্টোরি ১৮ রান দিয়ে নেন ৪ উইকেট। ট্রেন্ট বোল্ট ৩৪ রান দিয়ে দখল করেন ৩ উইকেট। এছাড়া কোরি এন্ডারসন ৩৮ রানে ২টি এবং অ্যাডাম মিলনেও ৩৮ রানে নেন ১ উইকেট।
আফগানিস্তান: জাভেদ আহমাদি, উসমান গনি, নওরোজ মোগল, আসগর স্টানিকজাই, সামিউল্লাহ সেনওয়ারি, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, দৌলত জাদরান, হামিদ হাসান, শাপুর জাদরান।
নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, ব্রেন্ডন ম্যাককুলাম, কেনে উইলিয়ামসন, রস টেলর, গ্র্যান্ট ইলিয়ট, কোরি এন্ডারসন, লুক রঞ্চি, ড্যানিয়েল ভেট্টোরি, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।
For add
For add
For add
For add
for Add