for Add
: ৪ মার্চ ২০১৫, বুধবার, ১৯:৪২:১১
নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ স্কোরের নীচে চাপা পড়ার পর সেখানেই হেরে বসেছিল আফগানিস্তান। বাকি ছিল আনুষ্ঠানিকতা। সেটাও শেষ পর্যন্ত খুব দ্রুত শেষ হয়ে গেলো। ৪১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৪২ রানে অলআউট হয়ে গেলো আফগানিস্তান। ফলে ২৭৫ রানের বিশাল ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে আফগানদের।
টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানানোর সাহস যে কতটা বুমেরাং হয়ে দাঁড়িয়েছে সেটা হাড়ে হাড়েই টের পাচ্ছে এখন আফগানরা। ডেভিড ওয়ার্নারের ১৭৮, স্টিভেন স্মিথের ৯৫ এবং গ্লেন ম্যাক্সওয়েলের ৩৯ বলে ৮৮ রানের ওপর ভর করে ৪১৭ রান করে অস্ট্রেলিয়া। যা বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে আফগানরা। সর্বোচ্চ ৩৩ রান করেন নওরোজ মোগল। আগের ম্যাচে ৯৬ রান করে আফগানদের জয় উপহার দেওয়া সামউল্লাহ সেনওয়ারি করেন মাত্র ১৭ রান। ২৪ রান করে নজিবুল্লাহ জাদরান। শেষ পর্যন্ত ৩৭.৩ ওভারে ১৪২ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
মিচেল জনসন নেন ২২ রানে ৪ উইকেট। ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক আর জস হ্যাজলউড। একটি করে উইকেট নেন মাইকেল ক্লার্ক আর গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাচ সেরার পুরস্কার জেতেন ডেভিড ওয়ার্নার।
For add
For add
For add
For add
for Add