for Add
: ২ মার্চ ২০১৫, সোমবার, ১৯:৫৬:৫৯
নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপ শুরুর আগে অলরাউন্ডার র্যাংকিংয়ে সাকিব আল হাসানের চেয়ে অনেক পেছনে ছিল তিলকারত্নে দিলশান। কিন্তু বিশ্বকাপে একদিকে ব্যাট হাতে অসাধারণ ব্যাটিং, অন্যদিকে বল হাতেও ব্যাটসম্যানদের জন্য আবির্ভূত হচ্ছেন মুর্তিমান আতঙ্ক হিসেবে। এ কারণেই ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসানকে সরিয়ে শীর্ষে উঠে এল শ্রীলংকার তিলকারত্নে দিলশান।
সোমবার আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে দেখা যাচ্ছে তালিকায় সাকিবকে হটিয়ে এক নাম্বারে উঠে এলেন লংকান এই ড্যাশিং অলরাউন্ডার। বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ নাম্বারে রয়েছেন দিলশান। ৪ ম্যাচে ইতিমধ্যে তার সংগ্রহ ২২৯ রান। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষেই করেন অপরাজিত ১৬১ রান। এছাড়া তিনটি উইকেটও নিয়েছেন তিনি।
অপরদিকে সাকিব আল হাসান একটি ম্যাচেই যা একটু ভালো ব্যাটিং করেছেন। আউট হয়েছেন ৬৩ রানে। পরের ম্যাচে করেছেন ৪৬। উইকেটের ঝুলিতে রয়েছে মাত্র ২টি। এ কারণেই র্যাংকিংয়ে পিছিয়ে পড়েন সাকিব।
৪০৯ রেটিং পয়েন্ট নিয়ে সবার আগে দিলশান। আর ১০ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব।
এদিকে ওয়ানডের সেরা ব্যাটসম্যান হিসেবে তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। তারপরেই আছেন শ্রীলংকান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।
এ ছাড়া এই ফরম্যাটের বোলিং র্যাংকিংয়ের তালিকায় সবার উপরে রয়েছেন পাকিস্তানের সাইদ আজমল। আর দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন। অথচ অবৈধ বোলিং অ্যাকশনের কারণে এবারের বিশ্বকাপেই নেই এই দুই বিশ্বসেরা বোলার।
For add
For add
For add
For add
for Add