for Add
: ২৪ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ২০:৩৫:১৯
নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার আল আমিন হোসেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় দল থেকে বহিস্কার হওয়া আল আমিন আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টায় এমিরেটসের একটি ফ্লাইটে করে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামেন।
বিমান বন্দরে পৌছানোর পর মিডিয়াকে এড়িয়ে বেরিয়ে পড়েন তিনি এবং সরাসরি চলে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। সেখানেও মিডিয়ার সঙ্গে কথা বলতে রাজি হননি তিনি। বিসিবি’র ওপর মহলের অনুমতি ছাড়া মিডিয়ার সঙ্গে কথা বলা নিষেধ- এমনটাই জানিয়েছেন শুধু।
এমন কি বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সূজনও আল আমিনের প্রসঙ্গে কোন কথা বলতে রাজি হননি, ‘আল আমিন সর্ম্পকে আমারও কথা বলার কোন অধিকার নেই। বিসিবি’র ওপর মহল থেকেই তাই নির্দেশ দেওয়া হয়েছে।’
এরপরেও আল আমিন মিডিয়ার চোখ এড়াতে পারেন নি। হাই হ্যালোতে দু’একটা কথা বলতে গিয়ে তিনি নিজের দোষ স্বীকার করেন। শুধু এটুকু জানান, রাত দশটার পর যে হোটেলের বাইরে থাকা নিষেধ, সেটা তিনি জানতেন না। তবে জাতীয় দল থেকে বহিস্কার হলেও আল আমিনের জাতীয় লিগে খেলতে কোন বাধা নেই বলে জানান বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সূজন।
উল্লেখ্য গত ১৯ ফেব্রুয়ারি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে অস্ট্রেলিয়ায় তাৎক্ষনিক বৈঠক ডেকে জাতীয় দলের তরুণ এই পেসারকে দল থেকে বহিস্কার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ কারণেই সোমবার অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।
For add
For add
For add
For add
for Add