for Add
: ২৪ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ১৯:২৯:৩৪
নিজস্ব প্রতিবেদক: ৩৭২ রানে চাপা পড়ার পর এমনিতেই হেরে যাওয়ার কথা জিম্বাবুয়ের। কিন্তু মাঠে নামার আগেই হেরে বসেনি এলটন চিগুম্বুরার দল। বরং বুক চিতিয়ে, লড়াই করেই তবে তারা হেরেছে। বৃষ্টির কারণে মাঝে কিছুক্ষণ খেলা বন্ধ থাকার কারণে ডি/এল মেথডে ৭৩ রানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
জিম্বাবুয়ের সামনে ৪৮ ওভারে ৩৬৩ রানের লক্ষ্য বেধে দেওয়া হয়। জবাবে জিম্বাবুয়ে ৪৪.৩ ওভারে অলআউট হওয়ার আগে করেছিল ২৮৯ রান।
শুরুতে দ্রুত তিন উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ান ব্রেন্ডন টেলর আর শন উইলিয়াস। দু’জন মিলে ৮০ রানের জুটি গড়ে ম্যাচের চেহারা বদলে দেন। ৩৭ রান করে টেলর আউট হয়ে গেলেও আরভিন আর উইলিয়ামস হাল ধরেন এবং এক সময় তো জিম্বাবুয়েকে জয়ের স্বপ্নই দেখানো শুরু করেন।
৬১ বলে ৭৬ রান করে আউট হন উইলিয়ামস। ৪১ বলে ৫২ রান করেন ক্রেইগ আরভিন। এই জুটি ভাঙার পরই অবশ্য জিম্বাবুয়ে হুড়মুড় করে ভেঙে পড়ে। শেষ পর্যণ্ত ২৮৯ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
৩টি করে উইকেট নেন জেমস টেলর আর জ্যাসন হোল্ডার। ৬ রান দিয়ে ২ উইকেট নেন ক্রিস গেইল।
এর আগে সকালে টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ডোয়াইন স্মিথের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপরই ক্রিস গেইল আর মারলন স্যামুয়েলস মিলে ৩৭২ রানের রেকর্ড জুটি গড়ে। গেইল করেন বিশ্বকাপের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি। আর মারলন স্যামুয়েলস অপরাজিত থাকেন ১৩৩ রানে। যদিও শেষ বলে আউট হয়ে যান গেইল।
সংক্ষিপ্ত স্কোর
টস: ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ:৩৭২/২, ৫০ ওভার (গেইল ২১৫, স্যামুয়েলস ১৩৩*, স্মিথ ০; পানিয়াঙ্গারা ১/৮২, মাসাকাদজা ১/৩৯)।
জিম্বাবুয়ে: ২৮৯/১০, ৪৪.৩/৪৮ ওভার, টার্গেট ৩৬৩ (উইলিয়ামস ৭৬, আরভিন ৫২, টেলর ৩৭, সিকান্দার রাজা ২৬, চিগুম্বুরা ২১, মাতসিকেনেরি ১৯, চাতারা ১৬; টেলর ৩/৩৮, হোল্ডার ৩/৪৮, গেইল ২/৬, মিলার ১/৪৮, স্যামুয়েলস ১/৫৯)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৭৩ রানে জয়ী (ডি/এল মেথড)।
ম্যাচ সেরা: ক্রিস গেইল।
For add
For add
For add
For add
for Add