for Add
: ১২ ফেব্রুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ১৪:০০:৩৩
নিজস্ব প্রতিবেদক: প্রস্তুতির শেষটাও হলো চরম হতাশার। আয়ারল্যান্ডের মত দলের কাছেও ৪ উইকেটের ব্যবধানে হেরে গেলো মাশরাফি বিন মর্তুজারা। অথচ এই আয়ারল্যান্ডই প্রথম প্রস্তুতি ম্যাচে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হেরেছিল স্কটল্যান্ডের কাছে।
বিশ্বকাপে ভালো করার উদ্দেশ্যে প্রায় একমাস আগে অস্ট্রেলিয়া চলে গিয়েছিল বাংলাদেশ দল। সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ব্রিসেবেনে চলেছে কঠোর অনুশীলণ। অথচ, দুটি আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচ এবং দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের সবগুলোতেই হেরেছে হাথুরুসিংহের শিষ্যরা। প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল ৩ উইকেটের ব্যবধানে।
সিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভাল স্টেডিয়ামে টসে হেরে প্রথম ব্যাট করার আমন্ত্রণ পান অধিনায়ক মাশরাফি। তবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তামিম আউট হয়ে যান মাত্র ৪ রানে। এনামুল হক বিজয় করেন মাত্র ২৫ রান। সর্বোচ্চ ৪৫ রান করেন সৌম্য সরকার। ২৬ রানে আউট হন মুশফিকুর রহিম। অধিনায়ক মাশরাফি করেন ২২ রান।
শেষ পর্যন্ত ৪৮.২ ওভারে মাত্র ১৮৯ রান করে বাংলাদেশ। আইরিশদের পক্ষে জন মুনি আর ম্যাক্স সোরেনসেন ৩টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৯ বল হাতে রেখেই (৪৬.৫ ওভারে) ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ড। অ্যান্ডি বালবিরনি ৭৯ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন। এড জয়সে করেন ৪৭ রান।
১৮ ফেব্রুয়ারি ক্যানবেরার মানুকা ওভালে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
For add
For add
For add
For add
for Add