for Add
নিজস্ব প্রতিবেদক : ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১৩:৪৯:৪৪

বাংলাদেশ জাতীয় ভলিবল দলের নয়া কোচ জাপানের রায়ান মাসাজেদি বৃহস্পতিবার গভীর রাতে ঢাকায় পৌঁছেছেন। জাতীয় ভলিবল দলের সাবেক ইরানি কোচ আলিপোর আরজির স্থলাভিষিক্ত হবেন ইরানি বংশোদ্ভুত জাপানিজ কোচ রায়ান মাসাজেদি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি মো. মাছুদুল আলম ও অন্যান্য কর্মকর্তারা।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু এক প্রশ্নে বলেন, শুরুতে আমরা আলিপোর আরজির সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনিও আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে আলিপোর আরজি ব্যক্তিগত কারণে আসতে পারেননি।
এর ফলে আমরা নতুন কোচ খুঁজছিলাম। রায়ান মাসাজেদির মতো একজন দক্ষ কোচও পেয়ে যাই। তাই কালবিলম্ব না করে তাকেই আমরা আসন্ন দু’টি আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং একটি গেমসের জন্য বেছে নিয়েছি।
জাতীয় ভলিবল দলের সাবেক তারকা বিমল ঘোষ ভুলু অপর প্রশ্নে বলেন, আগামী ২২ অক্টোবর ঢাকায় সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। যেখানে স্বাগতিক বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও কাজাকিস্তানসহ নয় দেশ অংশগ্রহণের সম্মতি জানিয়েছে। এরপর ডিসেম্বরে মালদ্বীপে রয়েছে নারী সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ। সেখানে আমরা অংশ নেব। পরবর্তীতে জানুয়ারি মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হবে এসএ গেমস।
বিমল ঘোষ ভুলু আরো জানান, এসএ গেমসে আমরা দীর্ঘ দিন ধরে পদকহীন। হারানো পদক পুনরুদ্ধার করতেই কোচ মাসাজেদিকে আনা হয়েছে। আশা করছি তিনি আমাদের প্রত্যাশা পূরণে সক্ষম হবেন। একই সঙ্গে সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপও জিততে চাই।
For add
For add
For add
For add
for Add