for Add
: ১১ ফেব্রুয়ারি ২০১৫, বুধবার, ১৩:০১:৪০
নিজস্ব প্রতিবেদক: দুঃসময় জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেও কাটাতে পারলো না শ্রীলংকা। দেড় মাসের মত নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলেও নিজেদের ঠিক মানিয়ে নিতে পারেনি লংকানরা। সবশেষে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেও প্রথমটিতে হারতে হয়েছিল দক্ষিণ আফ্রিকার কাছে। এবার দ্বিতীয়টিতে হারলো জিম্বাবুয়ের মত দুর্বল দলের কাছে।
২৭৯ রানের বিশা স্কোর করেও জিততে পারলো না অ্যাঞ্জেলো ম্যাথিউজরা। বরং উল্টো হ্যামিল্টন মাসাকাদজার সেঞ্চুরির ওপর ভর করে ৭ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় জিম্বাবুয়ে।
বুধবার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজিল্যান্ড অ্যাকাডেমির বার্ট সার্টক্লিফ ওভালে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা এবং নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করে। দিমুথ করুনারত্ম ৫৮, জীবন মেন্ডিস ৫১, জয়বর্ধন ৩০, লাহিরু থিরিমান্নে ৩০ এবং দিনেশ চান্ডিমাল করেন ২৯ রান। জিম্বাবুয়ের শেন উইলিয়ামস ৩টি উইকেট পান। একটি করে উইকেট পেয়েছেন তিনাশে পানিয়াঙ্গারা, মুয়াপিয়া, প্রসপার উতসেয়া ও সলোমান মিরে।
এরপর ২৮০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪৫.২ ওভারে মাত্র তিন উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। হ্যামিল্টন মাসাকাদজা অপরাজিত ১১৭ রানের ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। অবশ্য, ষষ্ঠ ওভারের তৃতীয় বলে সিকান্দার রাজাকে (৭) হারায় দলটি। নুয়ান কুলাসেকারার শিকার হন তিনি। পাঁচ রানের ব্যবধানে ফিরে যান আরেক ওপেনার চামু চিবাবাও (২২)। এবার উইকেট নেন সুরঙ্গা লাকমল। এরপরই ভিন্ন রূপে আবির্ভূত হয় জিম্বাবুয়ে। মাসাকাদজা ও ব্রেন্ডন টেইলরের ১২৭ রানের জুটি কক্ষপথে ফেরায় তাদেরকে।
৬৩ রান করে দিলশানের শিকার হন জিম্বাবুয়ের উইকেটরক্ষক ব্যাটসম্যান। এরপর শেন উইলিয়ামসকে (৫১) সঙ্গে নিয়ে বাকি কাজ সাচ্ছেন্দ্যে সেরে ফেলেনে মাসাকাদজা। ১১৯ বলে ৮টি চার আর তিনটি ছক্কায় ১১৭ রান করেন তিনি।
For add
For add
For add
For add
for Add