for Add
: ৯ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ১৩:৪০:০৭
নিজস্ব প্রতিবেদক : অনানুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছিল আরও কয়েকদিন আগে থেকে। এবার প্রস্তুতি। প্রথম প্রস্তুতি ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। সিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানিদের বিপক্ষে ২৪৬ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিয়েছে মাশরাফিরা।
যদিও শুরুটা ছিল একেবারে যাচ্ছেতাই। প্রথম ওভারের শেষ বলেই দলীয় এক রানে উইকেট হারান এনামুল হক বিজয়। ওয়ানডাউনে নামা মুমিনুল হকও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৭ রান করে দলীয় ১৬ রানের মাথায় তিনিও আউট হয়ে যান।
তবে পাকিস্তানিদের আনন্দ ওই পর্যন্তই। এরপর ১৬৮ রানের জুটি গড়ে তোলেন তামিম ইকবাল আর মাহমুদুল্লাহ রিয়াদ। ১০৯ বল খেলে ৮৩ রান করে যখন মাহমুদুল্লাহ রানআউট হন, তখন বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১৮৪ রান। সঙ্গী হারিয়ে তামিম ইকবালও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৬ রান পরে উইকেট হারান তিনিও।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ৩০ বল খেলে করেন ৩১ রান। মুশফিকের দুর্ভা্গ্য। খেলতে নেমে প্রথম বলেই পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির সাহের বলে বোল্ড হয়ে যান তিনি। শেষ দিকে ঝড় তোলেন মোহাম্মদ ইরফান। শেষ পর্যন্ত ইনিংসের ১ বল বাকি থাকতেই ২৪৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ দল।
পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান নেন ৫ উইকেট। ইয়াসির শাহ নেন ২ উইকেট।
For add
For add
For add
For add
for Add