for Add
: ১৪ জানুয়ারি ২০১৫, বুধবার, ১২:৫০:১২
নিজস্ব প্রতিবেদক: রেকর্ডের রাজপূত্র বলা যায় উসাইন বোল্টকে। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামলেই রেকর্ড যেন তার হাতে ধরা দেবেই। ১০০ এবং ২০০ মিটারে সবচেয়ে কম সময়ের রেকর্ড গড়া হয়ে গেছে আগেই।
নতুন বছরে এবার নতুন রেকর্ডে দৃষ্টি দিলেন বজ্রদানব। নিজের রেকর্ডই ভাঙতে চান উসাইন বোল্ট। ২০১৬ রিও অলিম্পিকে নামার আগেই চলতি বছরে ২০০ মিটারে নতুন রেকর্ড গড়ার লক্ষ্য স্থির করে ফেলেছেন জ্যামাইকান এই ¯িপ্রন্টার।
কী সেটা! ২০০ মিটারে এমনিতেই তার নিজের রেকর্ড হচ্ছে ১৯.১৯ সেকেন্ডের। ২০০৯ সালে বার্লিনের ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড গড়েছিলেন বোল্ট। এত কম সময়ে রেকর্ড ভাঙা আর কারও পক্ষে সম্ভব কি না এখনও জানা নেই।
তবে নিজেই নিজের রেকর্ড ভেঙে এবার ১৯ সেকেন্ডেরও কম সময়ে ২০০ মিটার শেষ করতে চান বোল্ট। গড়তে চান নতুন বিশ্ব রেকর্ড এবং এটা সম্ভব বলে নিজেই জানিয়েছেন বোল্ট। ১৯.১৯ ছাড়াও ১৯.৩০, ১৯.৩২, ১৯.৪০ এবং ১৯.৫৬ সেকেন্ডে ২০০ মিটার ¯িপ্রন্ট শেষ করার রেকর্ড রয়েছে বোল্টের।
১০০ মিটারেও রেকর্ড টাইমিং বোল্টের দখলে। বার্লিনে অনুষ্ঠিত একই প্রতিযোগিতায় ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে পৃথিবীর সবচেয়ে গতিমানবের খেতাব জিতে নিয়েছিলেন বোল্ট। এরপর ৯.৬৩, ৯.৬৯, ৯.৭২ এবং ৯.৭৬ সেকেন্ড ১০০ মিটার ¯িপ্রন্ট শেষ করেছিলেন বোল্ট।
For add
For add
For add
For add
for Add