for Add
: ২৬ মে ২০১৫, মঙ্গলবার, ২০:৪১:২১
নিজস্ব প্রতিবেদক: চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে স্টামফোর্ড ব্রিজ ছেড়ে দিয়েছিলেন দিদিয়ের দ্রগবা। কিন্তু চীনের সাংহাই সিনহুয়া এবং তুরস্কের গ্যালাতাসারি হয়ে আবারও হোসে মরিনহোর কল্যানে চেলসিতে ফিরে আসেন আইভরিয়ান স্ট্রাইকার। এসেই ক্লাবকে জেতালেন প্রিমিয়ার লিগ শিরোপা। এবার আর ফেরার কোন সম্ভাবনা নেই। সত্যি সত্যি ব্লুজদের জার্সি খুলে ফেললেন দ্রগবা।
ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ও স্টিভেন জেরার্ডের পথেই হাঁটলেন তিনি। রোববারই শেষবারের মতো প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসির জার্সি গায়ে মাঠে নেমেছিলেন আইভরি কোস্টের এই তারকা স্ট্রাইকার৷ এদিন সান্ডারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইংলিশ ফুটবলকে বিদায় জানালেন তিনি৷ দুই সাবেক ইংলিশ তারকার মতোই মার্কিন মুলুকের কোনও ক্লাবে খেলেই বুট জোড়া তুলে রাখার ইচ্ছা তার৷
সোমবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগে অনেক ভালো ক্লাব রয়েছে৷ কিন্তু এই ক্লাবের প্রতি আমার ভালোবাসাটা একেবারে আলাদা৷ অন্য কোনও ক্লাবের সঙ্গে সেটাকে ভাগ করতে পারব না৷ যখন থেকে চেলসি ছাড়ার কথা প্রকাশ্যে এনেছি, তখন থেকেই ড্রেসিং রুমে বসে একাধিক ক্লাব প্রস্তাব দিতে শুরু করেছে৷ এতে বোঝা যায়, অনেক দলের এখনও বিশ্বাস রয়েছে আমার ওপর৷’
মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও ক্লাবে খেলার ইচ্ছা প্রকাশ করে ৩৭ বছরের এই স্ট্রাইকার বলেন, ‘আপাতত কয়েকটা দিন বা কয়েকটি সপ্তাহ ভাবনা-চিন্তা করব৷ তারপর সিদ্ধান্ত নেব কোথায় খেলব৷’ আগামী মওসুমে ল্যাম্পার্ডকে নিউ ইয়র্ক সিটি-তে ও জেরার্ডকে লা গ্যালাক্সিতে খেলতে দেখা যাবে৷
গত বছর দ্বিতীয়বার দ্য ব্লুজ-এর জার্সি গায়ে চাপিয়েছিলেন দ্রগবা৷ চেলসির হয়ে চারটি প্রিমিয়র লিগ, তিনটি লিগ কাপ, চারটি এফএ কাপ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি৷
For add
For add
For add
For add
for Add