for Add
স্পোর্টস ডেস্ক : ১১ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ২১:২৮:৪৪
কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। গতরাতে শেষ আটের দ্বিতীয় লেগে মেক্সিকোর ক্লাব মন্টেরির কাছে ৩-১ গোলে হেরেছে মিয়ামি। প্রথম লেগ ২-১ গোলে হেরেছিল মিয়ামি। ফলে দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে হেরে বিদায় নিলো আমেরিকান ক্লাব মিয়ামি।
ইনজুরি কাটিয়ে মেজর লিগ সকার দিয়ে মাঠে ফিরেছিলেন মেসি। ঐ ম্যাচে শুরুর একাদশে না থাকলেও এবার সেরা একাদশে থাকলেও দলের হার রুখতে পারেনি।
নিজেদের মাঠ বিবিভিএ স্টেডিয়ামে ৩১ মিনিটে মন্টেরিকে প্রথম এগিয়ে দেন ব্র্যান্ডন ভাসকুয়েজ। এরপর দ্বিতীয়ার্ধে আরও দু’গোল করে তারা। ৫৮ মিনিটে জার্মান বাটারমে ও ৬৪ মিনিটে জেসুস গ্যালার্দো গোল করে মিয়ামির বিদায় নিশ্চিত করেন।
৮৫ মিনিটে মিয়ামির হয়ে প্রথম গোল করে ব্যবধান কমান দিয়েগো গোমেজ। এরপর বাকী সময় আর গোল না পেলে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় মিয়ামিকে। বাসস
For add
For add
For add
For add
for Add