for Add
স্পোর্টস ডেস্ক : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ২০:০৬:৩৫
দুই দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। মোহামেডান ও আবাহনীর লড়াইটা যতটা না ছিল গ্রুপসেরা হওয়ার, তারে চেয়ে বেশি মর্যাদার। দেশের সবচেয়ে জনপ্রিয় দুই ক্লাবের সেই লড়াইয়ে জিতেছে মোহামেডান।
আজ (মঙ্গলবার) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে পিছিয়ে পড়েও মোহামেডান ২-১ গোলে হারিয়েছে সাদা-কালোরা। এ জয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে খেলবে আলফাজ আহমেদের দল।
গত বছর ৩০ মে কুমিল্লায় এই টুর্নামেন্টের ফাইনালে মোহামেডান প্রত্যাবর্তনের গল্প লিখে আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। সাড়ে ৮ মাস পর আবার মুখোমুখি হয়েছিল সাদা-কালো আর আকাশি-নীলরা। এবারও বিজয়ের হাসি আলফাজের শিষ্যদের মুখে।
৩৯ মিনিটে আবাহনীকে এগিয়ে দিয়েছিলেন সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট। ব্রাজিলিয়ান ওয়াশিংটনের বাড়িয়ে দেওয়া বল ধরে দুর্দান্ত প্লেসিংয়ে গোল করেন তিনি।
বিরতির পরই ম্যাচের চিত্র বদলে দেয় মোহামেডান। শুরু থেকেই আবাহনীকে চেপে ধরে সাদা-কালোরা। ৫০ মিনিটে ম্যাচে ফেরে মোহামেডান। মুজাফররভের বাড়িয়ে দেওয়া বলে এমানুয়েল সানডের গোল করেন।
তিন মিনিটের মধ্যেই নাটকীয়ভাবে ম্যাচে এগিয়ে যায় মোহামেডান। ডান দিক থেকে হাসান মুরাদের থ্রো আইভরিকোস্টের দোসো সিদি ব্যাক হেড পোস্টে ঢোকার আগে টোকা দিয়ে কাজের কাজটি করেন এমানুয়েল সানডে।
১-২ গোলে পিছিয়ে পড়ার পর আবাহনী ম্যাচে ফেরার চেষ্টা করেও পারেনি। উল্টো মোহামেডান তাদের চেয়ে ভালো ফুটবল খেলে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ তৈরি করেছিল। শেষ পর্যন্ত আবাহনী পারেনি কুমিল্লার হারের প্রতিশোধ নিতে। ভেন্যু বদলালেও ভাগ্য বদলালো না আকাশি-নীলদের।
For add
For add
For add
For add
for Add