for Add

গ্র্যান্ডমাস্টারদের পেছনে রেখে চ্যাম্পিয়ন সাকলাইন

গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিকমাস্টার ও ফিদেমাস্টারদের পেছনে ফেলে ওয়ালটন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ চ্যাম্পিয়ন হয়ে চমক দেখিয়েছেন। পাবনার ছেলে সাকলাইন ৯ ম্যাচে ৭.৫ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেন। তবে একই পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান রানারআপ হয়েছেন। সাকলাইন ও জিয়ার পয়েন্ট সমান হওয়ায় টাইব্রেকিংয়ের বুশলজ কাট ওয়ান পদ্ধতিতে ৪৮.৫ স্কোর পেয়ে সাকলাইন চ্যাম্পিয়ন ও ৪৬.৫ স্কোর নিয়ে জিয়া রানারআপ হন।

এদিকে ৭ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তৃতীয়, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় চতুর্থ, সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস পঞ্চম, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ষষ্ঠ, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ সপ্তম ও বাংলাদেশ পুলিশের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ অষ্টম হয়েছেন।

অপরদিকে ৬.৫ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন নবম, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন দশম, শেখ রাসেল চেস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার মো. আবজিদ রহমান ১১তম, বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা ১২তম ও আহনাফ রশিদ চৌধুরী ১৩তম হয়েছেন।

এছাড়া ৬ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিংয়ে তিতাস ক্লাবের অনত চৌধুরী ১৪তম এবং জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক ১৫তম হয়েছেন।

তবে রেটিং ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার লাভ করেন যথাক্রমে চট্টগ্রামের মো. রাব্বি সেলিম, মানহা’স ক্যাসেলের ফিদেমাস্টার সোহেল চৌধুরী, বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ, কাজী মো. মাহবুব আফজাল, মো. আনোয়ার হোসেন দুলাল ও আরাবি জাবায়ের মাহমুদ। বিশেষ নারী পুরস্কার পেয়েছেন নুশরাত জাহান লিজা, সেরা ক্যাডেট নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, সেরা ইয়ুথ স্বর্নাভো চৌধুরী এবং ৫০ উর্ধ্ব পুরস্কার পেয়েছেন তিতাস ক্লাবের ফিদেমাস্টার মো. সায়েফ উদ্দীন।

খেলা শেষে আজ ৫ জানুয়ারি শুক্রবার বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএসির সিনিয়র এক্সিকিউকিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন।

এর আগে আজ সকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে নবম বা শেষ রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ফিদেমাস্টার মনন রেজা নীড়কে, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিদেমাস্টার সেখ নাসির আহমেদকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনকে, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেনকে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন অনতা চৌধুরীকে, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ সুজনকে, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ফিদেমাস্টার মো. সাইফ উদ্দীনকে, ক্যান্ডিডেটমাস্টার মো. আবজিদ রহমান মোহাম্মদ শফিকুল ইসলামকে, আহনাফ রশিদ চৌধুরী ফিরোজ আহমেদকে, স্বর্ণাভো চৌধুরী মো. মনিরুজ্জামান মাসুদকে, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী বেলাল হোসেনকে, মো. রাব্বি সেলিম মো. ফয়সাল ইউসুফকে, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক শিবু পোদ্দরকে, নুশরাত জাহান লিজা মো. সবুজুর রহমানকে, শেখ রাশেদুল হাসান মো. রবিউল হোসানকে এবং আরাবি জাবায়ের মাহমুদ দেওয়ান শহিদুল আমিনকে পরাজিত করেন।

সব সংবাদ

বিশ্বের প্রথম দল হিসেবে শততম হারের লজ্জা পেলো বাংলাদেশ সালাম মুর্শেদীকে ১৩ লাখ টাকা জরিমানা ফিফার শুক্রবার শুরু শেখ কামাল জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস জাতীয় বয়সভিত্তিক সাঁতার শনিবার শুরু মোহামেডানকে হারিয়ে কিংসের ট্রেবল জয় যুক্তরাষ্ট্রের কাছে হেরে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো উইকেটে না খেলাকে দুষলেন শান্ত শিরোপা লড়াইয়ে মোহামেডান ও বসুন্ধরা মুখোমুখি প্রস্তুত বাংলাদেশ, এবারও চোখ শিরোপায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল মঙ্গলবার দুপুরে বিশ্বকাপের দল ঘোষণা প্যারিসে শেষ রাতটা ভালো হলো না এমবাপের বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়ালো জিম্বাবুয়ে ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল মঙ্গলবার শুরু টাইগারদের দৃষ্টি জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ বসুন্ধরা কিংসের নতুন ইতিহাস জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টানা চতুর্থ জয় মোহামেডানকে হারালেই চ্যাম্পিয়ন কিংস ফুটবলারদের উজ্জীবিত করলেন মোহামেডান সভাপতি কাশ্মিরে অল্পের জন্য শিরোপা বঞ্চিত শরীফ র‌্যাংকিংয়ে হৃদয়-তাসকিন-মাহেদির উন্নতি সর্বোচ্চ চেষ্টা করেছি, তবুও পারিনি : এমবাপে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ চ্যাম্পিয়ন মোহামেডান আবার ফাইনালে বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল শেখ জামালের জন্মদিনে ক্রীড়া মন্ত্রীর ক্রীড়া সামগ্রী বিতরণ জিম্বাবুয়ে সিরিজের জন্য বিসিবির প্রাথমিক দল ঘোষণা  কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ইমরান ২০ বছর পর ক্রিকেটারদের কলতানে মুখর বঙ্গবন্ধু স্টেডিয়াম লালকার্ড নিয়ে মোহামেডানের খেলতে আপত্তি, আবাহনীকে বিজয়ী ঘোষণা বিশ্বকাপ খেলতে চীন যাচ্ছেন তিন আরচার বাংলাদেশের চাওয়া ফুটবল-হকি, আর্জেন্টিনার ক্রিকেট-কাবাডি কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ঘোষণা মোহামেডানের লিগ বর্জনের হুমকি জাতীয় দলে ফেরার জন্য তামিমের ইচ্ছা থাকতে হবে : শান্ত বার্সাকে খুন করেছে রেফারি বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের আম্পায়ার সেলিম লাকি দেশবাসীকে সাকিব-জ্যোতিদের ঈদ শুভেচ্ছা চ্যাম্পিয়ন্স কাপ থেকে মেসি-মিয়ামির বিদায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ এবাদতের দেশে দেশে তারকা খেলোয়াড়দের ঈদ জাভেদ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশকে নাকাল করে আইসিসির মাসসেরা ক্রিকেটার মেন্ডিস ৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা এমবাপ্পের গোলে ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ আর্জেন্টিনাই শীর্ষে অপরিবর্তিত ব্রাজিল, পিছিয়েছে বাংলাদেশ

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add