for Add
নিজস্ব প্রতিবেদক : ১৪ মে ২০২৩, রবিবার, ১৭:৪৩:৩২
ওয়ালটন স্মার্ট টিভি-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৩ দাবা প্রতিযোগিতায় চেসবিডি ডটকমের মোরসালিন আহমেদ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি শিরোপা অক্ষুন্ন রেখেছেন। ৫ রাউন্ড সুইস লিগ পদ্ধতির এ আসরে তিনি ৪.৫ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেন। মোরসালিন এ নিয়ে ১৮ বারের মতো শিরোপা জয় করেন।
এদিকে ৩.৫ পয়েন্ট সংগ্রহ করেন ৪ জন। তারা হলেন খবর সংযোগ ডটকমের মোশকায়েত মাশরেক, জাগো নিউজের সাঈদ শিপন, বাংলাদেশ প্রতিদিনের রাশেদুর রহমান এবং ভোরের আকাশের শামীম হাসান। পরে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে মোশকায়েত মাশরেক রানারআপ ও সাঈদ শিপন তৃতীয়স্থান লাভ করেন।
এর আগে সকালে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফিদে জোন ৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাবউদ্দিন শামীম।
ডিআরইউ ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক-ইন্ডাস্ট্রিস পিএলসির সিনিয়র অতিরিক্ত পরিচালক মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন মো. মেহরাব হোসেন আসিফ, আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ, ডিআরইউর সাবেক ক্রীড়া সম্পাদক মোরসালিন আহমেদ, শফিকুল ইসলাম শামীম এবং বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মজিবুর রশিদ।
উল্লেখ্য দিনব্যাপী এ আসরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ডিআরইউর সদস্যরা অংশগ্রহণ করেন।
For add
For add
For add
For add
for Add