for Add
নিজস্ব প্রতিবেদক : ২৯ আগস্ট ২০১৬, সোমবার, ১৮:১৯:১৯
ফিফা আন্তর্জাতিক ম্যাচ খেলতে জাতীয় ফুটবল দল আগামীকাল(মঙ্গলবার) মালদ্বীপ যাচ্ছে। ১ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটি খেলবে সেইন্টফিটের শিষ্যরা। নতুন কোচের অধীনে এটিই হবে বাংলাদেশের প্রথম ম্যাচ। এ ম্যাচের জন্য ২৩ সদস্যের স্বোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইনজুরির জন্য মামুনুল ইসলাম এবং কার্ড সমস্যার কারণে জামাল ভুঁইয়া নেই এ সফরে। চার নতুন মুখ সেইন্টফিটের দলে। তারা হলেন- মিডফিল্ডার জাফর ইকবাল, মো. আবদুল্লাহ, সেন্টু চন্দ্র সেন ও দিদারুল আলম।
২৩ খেলো্য়াড়ের পাশাপাশি কোচ-কর্মকর্তা মিলিয়ে দলে আছেন আরও ১০ জন। তারা হলেন-দলনেতা : শওকত আলী খান জাহাঙ্গীর, ম্যানেজার: ইকবাল হোসেন, অফিসিয়াল: পল স্মলি, প্রধান কোচ: টম সেইন্টফিট, কোচ জাকারিয়া বাবু, গোলরক্ষক কোচ: ড্যাভিড স্যান্ডফোর্ড, ফিটনেস কোচ: বার্ডিয়েন, মিডিয়া অফিসার: এস এম ফয়সাল, ফিজিও : শজিব শামস বকশি ও টিম অ্যাটেন্ডেন্ট : মো. মহসিন।
বাংলাদেশ স্কোয়াড
গোলরক্ষক: শহিদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানা, ডিফেন্ডার: রায়হান হাসান, নাসিরউদ্দীন চৌধুরী, তপু বর্মণ, ইয়ামিন মুন্না, মামুন মিয়া, আরিফুল ইসলাম, রেজাউল করিম, ওয়ালী ফয়সাল, মিডফিল্ডার: প্রাণতোষ কুমার দাস, জাফর ইকবাল, সোহেল রানা, , ইমন মাহমুদ, মো. আবদুল্লাহ, সেন্টু চন্দ্র সেন, এনামুল হক শরিফ, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ফরোয়ার্ড: সোহেল রানা, রুবেল মিয়া, নাবিব নেওয়াজ জীবন, দিদারুল আলম, শাখাওয়াত হোসেন রনি।
For add
For add
For add
For add
for Add